Tuesday, November 4, 2025

রাষ্ট্রনায়কদের পাঠানো হতে পারে ‘করোনা চিঠি’, সতর্কবার্তা ইন্টারপোলের

Date:

ক্রমবর্ধমান করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে গোটা বিশ্বের। মারণ ভাইরাসকে সামাল দিতে ভরসা একমাত্র ভ্যাকসিন। তবে এখনও পর্যন্ত ভ্যাকসিনের দেখা মেলেনি। এহেন অবস্থার মাঝে বিশ্বের সমস্ত রাষ্ট্রনায়কদের এবার সতর্কবার্তা পাঠালো ইন্টারপোল। সম্প্রতি ইন্টারপোলের তরফে এক বার্তায় জানানো হয়েছে, প্রতিহিংসার বশবর্তী হয়ে বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধানকে করোনাভাইরাস বহনকারী চিঠি পাঠাতে পারে শত্রুপক্ষ। ভারতসহ ইতিমধ্যেই পৃথিবীর প্রায় সমস্ত দেশকে এই সতর্কবার্তা পাঠিয়েছে ইন্টারপোল।

ইন্টারপোলের রিপোর্টে জানানো হয়েছে শত্রুতার বশবর্তী হয়ে করোনা সংক্রামিত ব্যক্তির লালা রস চিঠিতে ব্যবহার করে সেই চিঠি পাঠানো হতে পারে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সহ সাধারণ মানুষকে। এক্ষেত্রে দুষ্কৃতীদের উদ্দেশ্য গোটা বিশ্বে মারণ এই ভাইরাসকে ছড়িয়ে দেওয়া। ভারত সহ পৃথিবীর ১৯০ টি দেশ এই ষড়যন্ত্রের শিকার হতে পারে। পৃথিবীর সমস্ত দেশই বর্তমানে মারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইতে নেমেছে। এই পরিস্থিতিতে পৃথিবীর সমস্ত দেশকে এহেন বিপদ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইন্টারপোল। এই ‘করোনা চিঠি’ রাষ্ট্রনায়কদের জন্য বিপদ বয়ে আনতে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:দুই নক্ষত্রের বিদায়, বছরের শেষ এটিপি ফাইনালে ডমিনিক – দানিল

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির মাঝে বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও উচ্চপদস্থ আমলাদের কাছে অচেনা উৎস থেকে চিঠি আসতে শুরু করেছিল। কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছিল চিঠির মধ্যে রয়েছে অচেনা এক গাছের বীজ। সেই সময় সন্দেহজনক এই গাছের বীজ নিয়ে আশঙ্কা প্রকাশ করে ইন্টারপোল। বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল এই বীজ যেকোনও দেশের শস্য উৎপাদনকারী গাছ নষ্ট করে দিতে পারে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version