Sunday, January 11, 2026

ফেলুদা কবে থেকে সৃজিতের লেখা হয়ে গেল! প্রশ্নের ঠেলায় ট্রেলার সরাতে বাধ্য হল সংস্থা

Date:

Share post:

প্রদোষ মিত্রের নতুন অভিযান শুরু আগেই ট্রেলার নিয়েই উঠল সমালোচনার ঢেউ ৷ বিতর্কের কারণ- শনিবার রিলিজ হওয়া ট্রেলারের ক্রেডিট কার্ড। দেখা যায় সেখানে লেখা ‘রচনা ও পরিচালনা সৃজিত মুখোপাধ্যায়’৷ তা দেখেই রেরে করে ওঠে ফেলুদা প্রিয় নেটিজেনরা ৷ সত্যজিৎ রায়ের কাহিনি অবলম্বনে এই ওয়েব সিরিজ হলেও ‘Written by’ লেখার যুক্তি খুঁজে পাননি তাঁরা। ফেলুদা কবে থেকে সৃজিতের লেখা হয়ে গেল! প্রশ্ন ও সমালোচনার চাপে ২৪ ঘণ্টার মধ্যেই ছিন্নমস্তার অভিশাপ’-এর ট্রেলার ইউটিউব থেকে সরিয়ে নিতে বাধ্য হয় প্রযোজনা সংস্থাটি।

আরও পড়ুন : টলিপাড়ায় বিয়ের হিড়িক, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আরও এক অভিনেতা জুটি

সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সিরিজের দুটি উপন্যাস- ছিন্নমস্তার অভিশাপ ও যত কাণ্ড কাঠমাণ্ডু নিয়ে সৃজিত তৈরি করেছেন ‘ফেলুদা ফেরত’ ৷ একনিষ্ঠ ফেলু ভক্তরা ইতিমধ্যেই খুঁটিয়ে দেখেছেন ট্রেলার। আর তারপরই শুরু হয়েছে সমালোচনার ঝড়। দর্শকদের প্রশ্নের ঠেলায় সরগরম হয়ে উঠেছে নেটদুনিয়া। তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় পরিচালককে। যার জেরে শেষমেশ ইউটিউব থেকে ট্রেলারটিই সরিয়ে ফেলা হয়। ক্রেডিটের লেখা বদলে ফের রবিবার নতুন করে মুক্তি পায় ওয়েব সিরিজটির ট্রেলার।

নতুন করে মুক্তি পাওয়া ট্রেলারে দেখা যায়, সত্যজিৎ রায়ের ফেলুদার একটি গল্প অবলম্বনে এই কাহিনি কথাটির যেমন উল্লেখ রয়েছে, তেমনই উধাও ‘Written by’ শব্দ দু’টিও। সেখানেই বদল ঘটিয়ে লেখা হয়েছে চিত্রনাট্য অর্থাৎ স্ক্রিনপ্লে, সংলাপ বা ডায়লগ ও পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়। নতুন করে প্রকাশ্যে আসা ট্রেলারে যোগ করা হয়েছে দু-একটা অতিরিক্ত দৃশ্যও।

আরও পড়ুন : সুশান্তের ভক্তদের রোষানলে রণবীর সিং, কী এমন করেছেন অভিনেতা !

গত ১ বছর ধরে নতুন মোড়কের এই ফেলুদাকে দেখার জন্য তীর্থের কাক হয়ে বসেছিল ফেলুপ্রেমীরা। সৌমিত্রবাবু চলে যাওয়ার পর এইসময়টা ফেলুদার কথা যেন আরও বেশি করে মনে পড়ছে সকলের। আর তাই এভারেস্টের সমান প্রত্যাশা নিয়ে দর্শকরা তাকিয়ে ছিলেন “ফেলুদা ফেরত”-এর দিকে। সুরিন্দের ফিল্মস প্রযোজিত এই সিরিজটি বড়দিনে দেখা যাবে আড্ডা টাইমসে।

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...