Tuesday, November 11, 2025

আলুসেদ্ধ-ভাতও আর পাবেন না: আইন বদল করায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ মমতার

Date:

আইন বদলে আলুর মতো সাধারণ মানুষের খাদ্যপণ্যের দাম বৃদ্ধিতে সহায়তা করায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলু পেঁয়াজ থেকে আনাজ, সবজির আকাশছোঁয়া দামে নাভিশ্বাস আমজনতার৷ মাত্রা ছাড়া মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের অত্যাবশকীয় পণ্যের আইনে বদল আনাকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী। সোমবার, বাঁকুড়ার খাতড়ায় প্রশাসনিক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, “আলুসেদ্ধ ভাতও খেতে পাবেন না, এমন ব্যবস্থা করেছে ৷ দিল্লির সরকার সব আলু নিয়ে চলে যাচ্ছে”।

অন্যান্য বছর এই সময় রকমারি সবজি পাওয়া যায় বাজারে। ফলে দাম নিয়ন্ত্রণে থাকে৷ এবার মূল্যবৃ্দ্ধির জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে দোষারোপ করেন মমতা ৷ তিনি বলেন, কেন্দ্র আইন বদল করেছে। আগে আলু, পেঁয়াজ, তেল অত্যাবশকীয় পণ্য আইন অনুযায়ী রাজ্যের হাতে ছিল৷ এখন দিল্লির সরকার সব আলু নিয়ে চলে যাচ্ছে৷ “ওদের জিজ্ঞেস করুন এত আলু নিয়ে কী করবে? ওদের আলু চাই, পটল চাই, পেঁয়াজ চাই৷ ওদেরই সব চাই আর মানুষের জন্য কিছু নেই৷”

মুখ্যমন্ত্রীর মতে, এর আগে রাজ্যের হাতে যখন দাম ছিল তখন সস্তায় আলু পাওয়া যেত৷ আর একন কোনও সবজিতেই হাত দেওয়া যাচ্ছে না৷ এরপরই মমতা বলেন, “এরপরে তো শুধু আলুসেদ্ধ দিয়েও ভাত খেতে পাবেন না৷ এদের ভোট দেবেন না”।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী জুন মাস অবধি বিনামূল্যে রেশন দেওয়া হবে। “আমাদের সরকার থাকবে, আর আমরা আবার বিনামূল্যে রেশন পাওয়ার মেয়াদ বাড়িয়ে দেব। সরকার আমাদেরই থাকবে।”

আরও পড়ুন-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাঁওতা বুঝে গিয়েছে বাঁকুড়া: মমতা

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version