Saturday, August 23, 2025

বাড়ল কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদে অনলাইনে আবেদনের সময়সীমা

Date:

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! সশস্ত্র সীমা বল বা এসএসবি’র ১৫২২টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের জন্যে নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন ট্রেডে কনস্টেবল পদে অনলাইনে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২০শে ডিসেম্বর আবেদনের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। তবে দুর্গম পাহাড়ি অঞ্চলের চাকরিপ্রার্থীদের জন্য আগামী ২৭শে ডিসেম্বর আবেদনের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : নারদ-কাণ্ডে এবার নোটিশ ধরানো হলো তিনজনকে

এসএসবি কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২০ অনুযায়ী এসএসবির অফিশিয়াল ওয়েবসাইট ssbrectt.gov.in-এ গিয়ে আবেদন করা যেতে পারে। শারীরিক সক্ষমতা পরীক্ষা তথা PET, শারীরিক মাপজোক তথা PST, নথি যাচাই, লিখিত পরীক্ষা এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। General, EWS, OBC শ্রেণীভূক্তরা ১০০ টাকা এবং SC, ST, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবেন। এই পদের জন্য পুরুষ এবং মহিলা, উভয়েই আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন : রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনায় মিলতে পারে ৫০ লাখ পর্যন্ত বীমা, কীভাবে পাবেন এই সুবিধা

চলতি বছরের ২৯শে আগস্ট এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই দিন থেকেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করা হয়। মোট শূন্যপদের ১০ শতাংশ প্রাক্তন সেনা কর্মীদের জন্য সংরক্ষিত আছে। আপাতত অস্থায়ী পদের জন্য নিয়োগ চলছে। পরবর্তী ক্ষেত্রে প্রার্থীদের স্থায়ী পদে রূপান্তরিত করা হবে বলে জানানো হয়েছে। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল ডিগ্রি সম্পন্ন ব্যক্তিরাই আবেদনের যোগ্য। ১৮ থেকে ২৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। বাছাইপর্ব সম্পন্ন হলে নির্বাচিত প্রার্থীদের ভারত এবং ভারতের বাইরে যে কোনও স্থানে নিয়োগ করা হতে পারে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version