Wednesday, August 27, 2025

বলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত টেলি-দুনিয়ার বিখ্যাত মুখ আশিস রায়

Date:

ফের শোকের ছায়া হিন্দি টেলি জগতে। প্রয়াত টেলি-দুনিয়ার বিখ্যাত মুখ আশিস রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। চলছিল ডায়ালিসিলও। সোমবার রাত সাড়ে ৩ টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

আরও পড়ুন : সৌমিত্রর শেষযাত্রা…

দীর্ঘ দিন কিডনি সংক্রান্ত অসুখে ভুগছিলেন তিনি। তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য কোনও অর্থই ছিল না তাঁর কাছে। তাঁর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। কিন্তু লকডাউনে কাজ বন্ধ থাকায় রোজগারও বন্ধ ছিল। ফলে তাঁর কাছে অত টাকা না থাকায় কিডনি প্রতিস্থাপন করানো সম্ভব হয়নি। হাসপাতালে ২ লক্ষ টাকা বিল মিটিয়ে তাই বাড়ি চলে এসেছিলেন অভিনেতা। ঘনিষ্ট মহলে জানিয়েছিলেন, হাসপাতালের বিল মেটানোর পর তাঁর সব জমানো টাকা শেষ হয়ে গিয়েছে।

অভিনেতার বাড়ির পরিচারক জানিয়েছেন, এর আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন আশিস। মে মাসে শরীরে জল জমতে থাকায় তিনি জুহু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন। সোমবার ডায়ালিসিস করতে গিয়েছিলেন তিনি। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার রাতে হঠাৎই অবস্থার অবনতি হয়। মঙ্গলবার ভোর পৌনে ৪টে নাগাদ প্রয়াত হন আশিস। মঙ্গলবার সন্ধ্যায় অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়।

আরও পড়ুন : প্রয়াত ‘মেহেন্দি’ সিনেমার অভিনেতা ফারাজ খান

১৯৯৭ সালে অভিনয় জগতে তাঁর কেরিয়ার শুরু করেন আশিস। টিভি শো, সিরিয়াল এবং সিনেমায় অত্য়ন্ত পরিচিত মুখ ছিলেন আশিস। ‘বনেগি আপনি বাত’, ‘জিনি অউর জুজু’, ‘তু মেরে অগল বগল হ্যায়’, ‘রিমিক্স’, ‘বুড়ে ভি হাম ভালে ভি হাম’, ‘বা বহু অওর বেবি’-র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন আশিস। লম্বা অভিনয় জীবনে পেয়েছেন দর্শকদের ভালবাসা।

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...
Exit mobile version