Wednesday, May 14, 2025

জনসভায় অশালীন-কুরুচিকর মন্তব্য অগ্নিমিত্রার, ন্যক্কারজনক বলছেন সকলেই

Date:

বেলাগাম, অশালীন, অবিবেচক, ন্যক্কারজনক মন্তব্য করলেন অগ্নিমিত্রা পাল। তমলুকে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী বেনজির ভাষায় বক্তব্য রাখলেন। আর কী আশ্চর্য, সেই কথা শুনে সদস্য সমর্থকরা হাততালিও দিলেন। অগ্নিমিত্রার এমন কথায় বিস্মিত রাজনৈতিক মহল বলছে, রাজনৈতিক শিক্ষা না থাকলে এর থেকে ভাল কিছু আশা করা যায় না।

বিকেলে তমলুকের সভায় কী বলেছেন অগ্নিমিত্রা? বললেন, মালদহতে দুদিন আগে একটা ৬ বছরের বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। তারকেশ্বরেও একই ঘটনা। কারা ধর্ষণ করছে জানেন? বেশিরভাগ ক্ষেত্রে এই তৃণমূল পার্টির যারা সদস্য বা সমর্থক তারা ধর্ষণ করছে। এরপরেই বিস্ফোরক অগ্নিমিত্রা। বলছেন, দিদিমণি বলে দিয়েছেন, অ্যাই শোন, আমি তোদের চাকরি দিতে পারিনি। তোদের এন্টারটেইনমেন্ট যখন দরকার, শরীর যখন গরম হয়ে যাবে, তোরা গিয়ে ধর্ষণ করবি। তোরা গিয়ে ধর্ষণ কর। আর আমি মহিলাদের ক্ষতিপূরণের টাকা দিয়ে দেব। এ নিয়ে রাজনৈতিকমহল থেকে শিক্ষিত মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া।

লেখিকা তিলোত্তমা মজুমদার এই বক্তব্যে এতখানি বিস্মিত যে সরাসরি কাঠগড়ায় তুলেছেন বিজেপি সহ অগ্নিমিত্রাকে। বলেছেন, যারা এসব বলছে তারা দায়িত্বশীল নাগরিক বলে জানতাম। হঠাৎ তাদের পদস্খলনে বিভ্রান্ত বোধ করছি। এটা শুধু বাংলার নয়, ভারতের সমস্যা। ফলে যে অভিযোগ তিনি মুখ্যমন্ত্রীর মাথায় তুলে দিচ্ছেন, সেই অভিযোগে অভিযুক্ত হতে হয় কেন্দ্রীয় সরকারকেও।

শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি ক্ষোভ লুকিয়ে না রেখে বলেছেন, ওনার সম্বন্ধে অন্য ধারণা ছিল, সমাজে ওনার অন্য পরিচিতি ছিল। উনি অত্যন্ত গুণী একজন ফ্যাশন ডিজাইনার। কিন্তু এই নিম্নগামী মন্তব্য উনি করতে পারেন, আমি ভাবতে পারি না। এটাতে ওনার দর্শন পরিষ্কার হয়ে যায়। এই যে জঘন্য শব্দরাশি তাঁর মুখ দিয়ে বেরচ্ছে, সেটা ওনাদের নেত্রী বা নেতা হওয়ার পথের বোধহয় চালিকাশক্তি।

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, যারা এ ধরণের কথা বলেন, তাদের মানুষের পর্যায়ে রাখতে সন্দেহ জাগে। ধর্ষণ সব সময়েই অমানবিক। কিন্তু এটা উত্তরপ্রদেশ নয়। অভিযুক্ত কঠোর শাস্তি পায়। হাথরসের মতো পুড়িয়ে মারা হয় না।

সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, যা বলেনি কেউ, তা পূর্ণ করছেন অগ্নিমিত্রা। রাজ্যে ক্ষমতা পেতে মশগুল বিজেপি। এদের হাতে মহিলাদের সুবিচার বা অধিকার রক্ষা করা অসম্ভব।

বিতর্ক কিন্তু থামেনি।

Related articles

গাভাসকরের প্রস্তাব মেনে বাকি ম্যাচে হতে পারে চিয়ারলিডার ও ডিজে ছাড়া

সুনীল গাভাসকরের(Sunil Gavaskar) পরামর্শকে মান্যতা দিয়ে আইপিএলে(IPL) বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই(BCCI)। সূত্রের খবর অনুযায়ী আইপিএলের বাকি ম্যাচ...

জানি কার উসকানি ছিল কৃষক অপহরণে: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম সাউ ফিরে এসেছেন। কোচবিহারে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মনকে ফিরিয়ে...

তিস্তা তোর্ষা এক্সপ্রেসের শৌচাগারেই সন্তান প্রসব বিহারের তরুণীর!

গুয়াহাটি থেকে ট্রেনে বিহারে বাড়ি ফেরার পথে প্রসব বেদনা। বুধবার নিউ আলিপুরদুয়ার (New Alipurduwar) স্টেশনে দাঁড়িয়ে থাকা তিস্তা...

গুরুতর আহত তৃণমূল বিধায়ক তাপস সাহা! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে 

বাড়িতে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হলেন তেহট্টর তৃণমূল বিধায়ক তাপস সাহা। সূত্রের খবর অনুযায়ী, বুধবার সকাল আটটা নাগাদ...
Exit mobile version