Sunday, August 24, 2025

বলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত টেলি-দুনিয়ার বিখ্যাত মুখ আশিস রায়

Date:

ফের শোকের ছায়া হিন্দি টেলি জগতে। প্রয়াত টেলি-দুনিয়ার বিখ্যাত মুখ আশিস রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। চলছিল ডায়ালিসিলও। সোমবার রাত সাড়ে ৩ টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

আরও পড়ুন : সৌমিত্রর শেষযাত্রা…

দীর্ঘ দিন কিডনি সংক্রান্ত অসুখে ভুগছিলেন তিনি। তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য কোনও অর্থই ছিল না তাঁর কাছে। তাঁর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। কিন্তু লকডাউনে কাজ বন্ধ থাকায় রোজগারও বন্ধ ছিল। ফলে তাঁর কাছে অত টাকা না থাকায় কিডনি প্রতিস্থাপন করানো সম্ভব হয়নি। হাসপাতালে ২ লক্ষ টাকা বিল মিটিয়ে তাই বাড়ি চলে এসেছিলেন অভিনেতা। ঘনিষ্ট মহলে জানিয়েছিলেন, হাসপাতালের বিল মেটানোর পর তাঁর সব জমানো টাকা শেষ হয়ে গিয়েছে।

অভিনেতার বাড়ির পরিচারক জানিয়েছেন, এর আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন আশিস। মে মাসে শরীরে জল জমতে থাকায় তিনি জুহু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন। সোমবার ডায়ালিসিস করতে গিয়েছিলেন তিনি। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার রাতে হঠাৎই অবস্থার অবনতি হয়। মঙ্গলবার ভোর পৌনে ৪টে নাগাদ প্রয়াত হন আশিস। মঙ্গলবার সন্ধ্যায় অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়।

আরও পড়ুন : প্রয়াত ‘মেহেন্দি’ সিনেমার অভিনেতা ফারাজ খান

১৯৯৭ সালে অভিনয় জগতে তাঁর কেরিয়ার শুরু করেন আশিস। টিভি শো, সিরিয়াল এবং সিনেমায় অত্য়ন্ত পরিচিত মুখ ছিলেন আশিস। ‘বনেগি আপনি বাত’, ‘জিনি অউর জুজু’, ‘তু মেরে অগল বগল হ্যায়’, ‘রিমিক্স’, ‘বুড়ে ভি হাম ভালে ভি হাম’, ‘বা বহু অওর বেবি’-র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন আশিস। লম্বা অভিনয় জীবনে পেয়েছেন দর্শকদের ভালবাসা।

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version