Friday, August 22, 2025

পুলিশকে দিয়ে জুতো চাটাব! বেলাগাম ভাষা সন্ত্রাস বিজেপি নেতা রাজুর

Date:

ভোটের আগে ফের রাজ্যজুড়ে শুরু হয়েছে ভাষা সন্ত্রাস। বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে মহিলা মোর্চা সভানেত্রী, সাধারণ সম্পাদক থেকে শুরু করে যুবমোর্চা নেতা, সকলেই রাজনৈতিক বক্তব্য রাখতে গিয়ে বেলাগাম মন্তব্য করে বসছেন। যা নিয়েছে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠছে।

বিতর্কিত মন্তব্যের রাস্তায় হেঁটেই ফের একবার শালীনতার সীমা ছাড়িয়ে গেলেন রাজ্য বিজেপি সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। “ক্ষমতায় এলে পুলিশকে দিয়ে জুতো চাটাব।” রাজ্য প্রশাসন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে দুর্গাপুরে রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় এমনই বিতর্কিত মন্তব্য করলেন। তিনি বলেন, “রাজ্যে কি এভাবেই গুন্ডারাজ চলতে দেওয়া যায়? পুলিশ সবকিছু দেখেও কোনও ব্যবস্থা নিচ্ছে না। চোখ বন্ধ করে আছে। তাদের সঙ্গে কী করা যেতে পারে? আমরা ক্ষমতায় এলে তাদের দিয়ে জুতো চাটাব।”

এখানেই থেমে থাকেনি রাজু। হুমকির সুরেতৃণমূল কর্মীদের মেরে চামড়া গুটানোর নিদান দিলেন। দলীয় কর্মীদের সামনে উসকানিমূলক মন্তব্য করতে গিয়ে বিজেপি রাজ্য সহ-সভাপতি বলেন, “রাজ্যে বিজেপি কর্মীদের তৃণমূলের দুষ্কৃতীরা খুন করছে। আপনারাও অস্ত্র ধরুন। মা দুর্গার হাতে যে অস্ত্র, সেই অস্ত্র দিয়েই খুনের পাল্টা জবাব দিতে হবে। প্রয়োজনে চামড়া গুটিয়ে দিন তৃণমূল কর্মীদের।”

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকায় জামগড়া গ্রামের অদূরে এক জঙ্গলের মধ্যে স্বরূপ সৌ-এর মৃতদেহ উদ্ধার হয়। এই অস্বাভাবিক মৃত্য়ুর ঘটনায় খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও পুলিশি তদন্তে উঠে আসে, সম্পত্তিগত বিবাদের জেরেই এই খুন। সম্পত্তির লোভে স্বরূপ সৌ-এর মা ও ভাই সুপারি কিলার দিয়ে খুন করেছে স্বরূপকে। পুলিশি জেরায় খুনিরা স্বরূপ সৌকে খুনের কথা স্বীকারও করে নেয়।

কিন্তু বিজেপি এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানায়। স্বরূপ সৌ-এর খুনির আসল পরিচয় জানার জন্য সিবিআই তদন্তের দাবিতে পথে নামে বিজেপি। মিছিল ও পথসভা করে। পাল্টা এলাকায় শান্তি মিছিল করে তৃণমূলও। সবমিলিয়ে স্বরূপ সৌয়ের খুনের পর থেকেই উত্তেজনা রয়েছে দুর্গাপুরের পারুলিয়া এলাকায়। এবং কলকাতা থেকে সেখানে গিয়ে উসকানিমূলক মন্তব্য করে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দেন বিজেপি সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version