Wednesday, December 17, 2025

কাল বনধের বিরোধিতা কেন, জানিয়ে দিল তৃণমূল

Date:

Share post:

কাল বামেদের ডাকা ধর্মঘটে বিরোধিতা করছে তৃণমূল। কেন বিরোধিতায় করছে? তাঁরা কী বলছেন জেনে নিন।

আমরা কেন্দ্রীয় সরকারের সব ধরনের জনবিরোধী, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, গরিব খেটে-খাওয়া মানুষ বিরোধী, দেশবিরোধী ও বিলগ্নীকরণ, বেসরকারিকরণ, কর্পোরেটকরণ – এর মাধ্যমে দেশ বিক্রির সমস্ত নীতির বিরুদ্ধে, চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে। আমাদের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও নেতৃত্বে আমরা ২০১৯ সালের জুন-জুলাই মাস থেকেই সংসদের ভেতরে, সংসদের বাইরে, রাস্তায়, ময়দানে, কারখানার গেটে, হেড অফিসে, কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে, সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে আমাদের আন্দোলন – সংগ্রাম – লড়াই – অবস্থান – অনশন – মিটিং-মিছিল জারি রেখেছি ।

শ্রমিকদের অধিকার হরণকারী শ্রমিক কোড আমরা মানি না। ওরা গায়ের জোরে অর্জিত অধিকার হরণ করার চেষ্টা করছে, বাংলায় সর্বশক্তি দিয়ে আমরা তা রুখে দিতে সদা সচেষ্ট ।

আগামী ২৬ নভেম্বর ধর্মঘটের পরিপ্রেক্ষিতে আমাদের (আইএনটিটিইউসি) তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের বক্তব্য এই যে, আমাদের পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমরা ধর্মঘটের রাস্তায় হাঁটি না । আমরা সবকিছু সচল রেখে প্রতিবাদ সংগ্রাম করি ।

এক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের সমস্ত জনবিরোধী শ্রমিক বিরোধী নীতি ও অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদে আমরা অন্যান্য দিনের মতো, সারা বছরের মতোই ২৬ নভেম্বর মিটিং মিছিলে শামিল থাকবো। অবশ্যই থাকবো প্রতিবাদে বিরোধিতায় সংগ্রামে। কিন্তু সকলকে আবেদন করব, বিশেষ করে করোনার এই পরিস্থিতিতে, লকডাউন-এর কারণে যখন আর্থিকভাবে অনেক পিছিয়ে আছি আমরা, অর্থনৈতিকভাবে দেউলিয়া হতে বাকি আমাদের দেশ, তখন আমাদের দেশকে বাঁচাতে, দেশবাসীকে বাঁচাতে একটা দিনের জন্য কেন, একটা ঘন্টার জন্যও ধর্মঘট করা আমাদের উচিত হবে না ।

তাই, সবকিছু সচল রেখে আমরা অবশ্যই কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করব, প্রতিবাদ করব, মিটিং মিছিল করব । কিন্তু, না, আমরা ধর্মঘট করব না । আপনাদের সকলকে আবেদন, চাকা ঘুরবে, ধোঁয়া উড়বে, সবকিছু চলবে। আসুন, শ্রমিক কর্মচারী বন্ধুরা সব খোলা রেখে আমরা কেন্দ্রীয় সরকারের অন্যায়ের এবং জনবিরোধী দেশবিরোধী নীতির বিরোধিতায় সোচ্চার হই।

 

spot_img

Related articles

যুবভারতী কাণ্ডে বাড়ল সিটের সদস্যসংখ্যা, ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক টিম

লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফরে যেভাবে যুবভারতীতে বিশৃঙ্খলা হয়েছে তার তদন্তে আগেই SIT গঠন করা হয়েছে। এবার...

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনী মৃত্যু! গত তিনমাসে মৃত ৩ রয়্যাল বেঙ্গল

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর (Tigress) মৃত্যু। বুধবার সকালে একটি  সাব অ্যাডাল্ট রয়্যাল বেঙ্গল বাঘিনীর  মৃত্যু হয়। এই নিয়ে...

ঘাটাল মাস্টার প্ল্যানে অগ্রগতি, শিলাবতী ও কাটান খালে সমীক্ষার সিদ্ধান্ত রাজ্যের

ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) রূপায়ণের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। দীর্ঘদিন আটকে থাকা এই...

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...