Tuesday, December 16, 2025

ছোটপর্দার পর এবার বড়পর্দাতেও নেতাজীর ভুমিকায় অভিষেক

Date:

ছোটপর্দায় নেতাজী সুভাষচন্দ্র বসুর চরিত্রে তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিল আট থেকে আশি। সেই অভিষেক বসুকেই এবার ফের দেখা যাবে নেতাজীর ভূমিকায়, বড়পর্দায়।

পরিচালক শুভ্রজিৎ মিত্রর ছবি ‘মায়ামৃগয়া’তে ফের একবার নেতাজির চরিত্রে অভিনয় করবেন অভিষেক। ছবির পটভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘দুই বোন’। পরিচালকের কথায়, ১৯২৫ থেকে ১৯৩০ সালের প্রেক্ষাপটে তৈরি মায়ামৃগয়ার গল্প। সেই সময় নেতাজির বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে ছিল। আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সময়ে দেখা হয়েছিল সেই সময়ের কবিকে দেখা যাবে ছবিতে।

ছোটপর্দায় নেতাজী ধারাবাহিকটিতে নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে প্রচণ্ড খেটেছিলেন অভিষেক। নিজের ওজন বাড়ানো থেকে শুরু করে চুলের ছাঁটও বদলে ফেলেছিলেন। যাতে তাঁকে দেখতেও অনেকটা নেতাজীর মতই লাগত। পরিচালক জানান, “টেলিভিশনে নেতাজির চরিত্রে অভিনয়ের ফলে অভিষেকের একটা গ্রহণযোগ্যতাও তৈরি হয়েছে। অভিনয়ও ভাল করে। সেই কারণেই ওকে বাছা।”

আরও পড়ুন : অস্কারের মঞ্চে ভারত থেকে মালয়ালম ছবি ‘জাল্লিকাট্টু’

অভিষেক ছাড়াও, এই ছবিতে দুই বোনের চরিত্রে অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী। রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় দেখা যাবে মুম্বইয়ের প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে। প্রিয়াংশু এর আগে গৌতম ঘোষের ‘মনের মানুষ’ ছবিতে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়াও রয়েছেন টেলিভিশনের আরেক তারকা দিতিপ্রিয়া রায়। শশাঙ্কের চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। আগামী বছরের শুরুতেই ছবির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related articles

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...

সম্পর্কের টানাপোড়েন! বান্ধবীকে কোপানোর পর চারতলা থেকে ঝাঁপ যুবকের

বান্ধবীকে খুন করে নিজেও চারতলা থেকে ঝাঁপ (Love Tringle)। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার পোস্তা এলাকায়। মঙ্গলবার দুপুরে পোস্তা...

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন...

অনামীদের নিয়ে তুমুল দর কষাকষি, রাতারাতি কোটিপতি আকিব-প্রশান্তরা

মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন...
Exit mobile version