Friday, August 22, 2025

১৬টি শ্রমিক সংগঠনের ডাকে আজ দেশজুড়ে সাধারণ ধর্মঘট। ধর্মঘটে সামিল হয়েছে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠন। নৈতিক সমর্থন রয়েছে তৃণমূলেরও। তবে বনধে সামিল হয়নি আরএসএসের শ্রমিক সংগঠন।

বাম-কংগ্রেসের ডাকা ভারত বনধের জেরে আংশিক বিপর্যস্ত উত্তরের জনজীবন। যদিও পাহাড়ে তার খুব একটা প্রভাব পড়েনি বললেই চলে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন জেলায় খুলেছে দোকানপাট, সচল রয়েছে সরকারি ও বেসরকারি যানবাহনও। তবে অন্যান্য দিনের তুলনায় যাত্রীর সংখ্যা খুবই কম।

সকালে মালদায় বিভিন্ন বাজার এলাকা এবং ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে বনধের সমর্থনে মিছিলে অংশ নেন বাম ও কংগ্রেস সমর্থকরা। রথবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন তারা। আটকে দেওয়া হয় মালদা ও রায়গঞ্জগামী একাধিক সরকারি বাস এবং লরি। যদিও পরে ইংরেজবাজার থানার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অন্যদিকে মালদার গৌড়কন্যা বাস টার্মিনাসে সকাল থেকেই দাঁড়িয়েছিল একাধিক বেসরকারি বাস। যাত্রীদের দেখাও সেই রকমভাবে মেলেনি। গুটিকয়েক যাত্রীদের রাস্তায় দেখা গেলেও, তাঁরা রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়েছেন বলে জানালেন। মালদার সিটুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কৌশিক মিশ্র জানান, জনস্বার্থের হিতে বিভিন্ন দাবিকে সামনে রেখে তাঁদের এই ধর্মঘট। মানুষ স্বতঃস্ফুর্তভাবে এই ধর্মঘটে সাড়া দিয়েছে।

আলিপুরদুয়ারে অবশ্য সকাল থেকেই বন্ধ দোকানপাট। যান চলাচলও প্রায় বন্ধ রয়েছে সকাল থেকেই। চা শ্রমিকদের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কম। বক্সা ফিডার রোডে পুলিশ মোতায়েন রয়েছে।

শিলিগুড়িতেও দোকানপাট প্রায় বন্ধ। রাস্তায় বেসরকারি যান কম চলছে। সরকারি বাসেও যাত্রী সংখ্যা হাতে গোনা। জলপাইগুড়ি শহরেও ধর্মঘটের ডাকে জনজীবন প্রায় স্তব্ধ হয়ে গিয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, রায়গঞ্জেও আংশিক বিপর্যস্ত হয়েছে জনজীবন।

দার্জিলিংয়ের পাহাড়ে অবশ্য বনধের তেমন কোনও সাড়া পড়েনি। অনেক এলাকাতেই জনজীবন পুরোপুরি স্বাভাবিক। চা বাগানেও কাজ হচ্ছে অন্যান্য দিনের মতোই।

আরও পড়ুন-বাম-কংগ্রেসের ধর্মঘটে স্বাভাবিক বীরভূম

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version