Thursday, November 6, 2025

উত্তরে ফের অস্বস্তি, নিজের কেন্দ্র ছাড়তে নারাজ তৃণমূল বিধায়ক

Date:

তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দলের আরও এক হেভিওয়েট বিধায়ক কি ‘বিদ্রোহের’ পথে ? তাঁর ফেসবুক পোস্ট দেখে তেমনই মনে করছে রাজনৈতিক মহল৷

দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক উদয়ন গুহের ফেসবুক পোস্ট ঘিরে এমনই জল্পনা ছড়িয়েছে৷ তৃণমূলের অভ্যন্তরে বার্তা ছড়িয়েছে, ভোটকুশলী প্রশান্ত কিশোরের সুপারিশের ভিত্তিতে একুশের ভোটে অনেক কেন্দ্রে প্রার্থী বদল হতে পারে৷ অনেক বিধায়ক এবার টিকিট নাও পেতে পারেন, অনেকের আবার কেন্দ্র বদল হতে পারে৷

আরও পড়ুন : মমতাই নেত্রী, তৃণমূলে ভাঙন উড়িয়ে প্রকাশ্যে রাজীব

তেমনই গুঞ্জন দিনহাটা কেন্দ্রেও৷ ফেসবুক পোস্টে ওই কেন্দ্রের বিধায়ক উদয়ণ গুহ লিখেছেন, “দিনহাটার প্রতি ভালোবাসার জন্য রাজনীতিতে আসা। তাই দিনহাটা ছাড়া কোথাও না।” প্রশ্ন উঠেছে, তিনি হঠাৎ কেন এই ধরনের পোস্ট করলেন? কোনও সূত্র মারফত তাঁর কাছে কি বার্তা গিয়েছে যে আগামী ভোটে দিনহাটা বিধানসভা কেন্দ্রে প্রার্থী নাও করা হতে পারে ? সে কারনেই কি উদয়ণ গুহ আগাম জানিয়ে রাখলেন যে দিনহাটা ছাড়া তিনি অন্য কোনও কেন্দ্রে তিনি যাবেন না ? ফেসবুক পোস্টের মাধ্যমেই কি এই তৃণমূল বিধায়ক দলকে এ কথা জানালেন ? এসব নানা প্রশ্ন নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

এটা ঠিকই একুশের ভোটে তৃণমূল বহু কেন্দ্রে প্রার্থী বদল করতে পারে৷ প্রশান্ত কিশোরের রিপোর্টকে এ ক্ষেত্রেও গুরুত্ব দিচ্ছে দল৷ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকার দিকে নজর রয়েছে বিরোধীদেরও৷ সেই পরিস্থিতিতে জল্পনা বাড়িয়েছেন উদয়ণ গুহ৷ চর্চা চলছে, দিনহাটায় তৃণমূলের টিকিট না পেলে তিনি কি অন্য প্রতীকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন ?

আরও পড়ুন : রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার দাবি কল্যাণের

দিনহাটায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল তীব্র৷ তৃণমূল বিধায়কের বিরুদ্ধগোষ্ঠীতে আছেন একাধিক স্থানীয় নেতা৷ তার মাঝেই প্রার্থী হিসাবে ভেসে উঠেছে বংশীবদন বর্মা’র নাম৷ তিনি নিজেই নাকি প্রার্থী হতে চেয়ে আবেদন করেছেন৷ শেষপর্যন্ত বংশীবদন যদি প্রার্থী হন, তাহলে উদয়ন গুহ কী করবেন, তাই নিয়েও জল্পনা চলছে৷ আর ঠিক তখনই উদয়ণ গুহ জানিয়ে দিলেন “দিনহাটা ছাড়া অন্য কোথাও নয়” ৷

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version