Sunday, August 24, 2025

আড়ম্বরহীন ভাবেই বিয়েটা সেরে ফেললেন টলিউডের অন্যতম হ্যান্ডসাম হাঙ্ক অনির্বাণ ভট্টাচার্য। দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন অভিনেতা। রেজিস্ট্রি এবং সিঁদুরদানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়েছে তাঁদের। একদম ঘরোয়া আয়োজনে দুই পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই বিয়ের পর্ব সারলেন তাঁরা।

আরও পড়ুন : ছোটপর্দার পর এবার বড়পর্দাতেও নেতাজীর ভুমিকায় অভিষেক

সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে বসেছিল এই বিয়ের আসর। একেবারেই ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন অনির্বাণ। বন্ধু আর পরিচিতদের সঙ্গে গান, গল্প, আড্ডা আর খাওয়াদাওয়া করেই নতুন জীবন শুরু করলেন এই দুই নাট্যব্যক্তিত্ব। বৃহস্পতিবার সকাল থেকেই অনির্বাণের বিয়ে নিয়ে তুমুল উৎসাহ ছিল দর্শক ও অনুরাগীদের মধ্যে। বিয়ের ছবি প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল।

লাল প্রিন্টেড পাঞ্জাবি ও ধুতি পরেছিলেন অনির্বাণ। মধুরিমা পরেছিলেন লাল শাড়ি। কপাল-ভরতি সিঁদুর, গলায় রজনীগন্ধার মালা, সঙ্গে মানানসই সোনার গয়নাতে দেখা মিলল তাঁর। একেবারেই নববধূর চেহারায় ক্যামেরাবন্দি হয়েছেন মধুরিমা। আগামিকাল, ২৭ নভেম্বর বিয়ের অনুষ্ঠানের জায়গাতেই রিসেপশনের আয়োজন করা হয়েছে।

এই বিবাহ পর্ব, অনেক আগেই হওয়ার কথা থাকলেও, লকডাউনের কারণে তা পিছিয়ে গিয়েছিল। এই জুটির প্রেম সম্পর্ক বহুদিনের, প্রায় ১২ বছর। অনির্বাণের স্ত্রী, মধুরিমা গোস্বামীর ছোটোবেলা কেটেছে একেবারেই সাংস্কৃতিক আবহে। তাঁর বাবা, পদ্মশ্রীখ্যাত মুকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামী। মধুরিমা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। নাটকের সূত্র ধরেই দুজনের আলাপ ও বন্ধুত্ব। বহু নাটকে একসঙ্গে কাজও করেছেন তাঁরা। অনির্বাণের মতোই তিনিও সমাজ ও রাজনীতি সচেতন মানুষ। দু’জনেই সংস্কৃতি জগতের, ফলে মনের মিলটা তৈরি হয়েছিল সেখান থেকেই।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version