২০২১ সাল থেকে ফোন নম্বরের আগে ‘0’ যোগ করা বাধ্যতামূলক

২০২১ সালের জানুয়ারি মাস থেকে সমস্ত টেলিফোন নম্বরের জন্য চালু হচ্ছে একটি নতুন নিয়ম। আগামী বছরের প্রথম দিন থেকে মোবাইল ফোন ও ল্যান্ড ফোনে কথা বলতে হলে এই নতুন নিয়ম মেনে চলতে হবে। এই বিষয়ে ট্রাইয়ের প্রস্তাব গ্রহণ করেছে টেলি যোগাযোগ বিভাগ। এ সম্পর্কে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জানুয়ারি থেকে সারা দেশে ল্যান্ডলাইন (landline) থেকে মোবাইল ফোনে (Mobile Phone) কল করার সময় গ্রাহকদের যোগ করতে হবে বাড়তি একটি সংখ্যা৷ ফোন নম্বরের শুরুতেই একটি শূন্য (0) যোগ করা বাধ্যতামূলক। প্রসঙ্গত, গত ২৯ মে যেকোনও কলের সময় ফোন নম্বরের আগে ‘শূন্য’ (0) বসানোর সুপারিশ করেছিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। নতুন নিয়ম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে টেলিকম দফতর বলেছে, ল্যান্ডলাইন থেকে মোবাইল নম্বরে ডায়াল করার পদ্ধতি পরিবর্তনের জন্য ট্রাইয়ের সুপারিশ গ্রহণ করা হয়েছে। এর ফলে মোবাইল এবং ল্যান্ডলাইন পরিষেবার জন্য পর্যাপ্ত পরিমাণে নতুন নম্বর তৈরি সম্ভব হবে।

আরও পড়ুন : খরা কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি, জানালেন শক্তিকান্ত

নতুন বছর থেকে এই নিয়ম লাগু হওয়ার পর ল্যান্ডলাইন থেকে মোবাইলে কল করার জন্য নম্বরের আগে শূন্য ডায়াল করতে হবে। টেলিকম বিভাগ জানিয়েছে, টেলিকম সংস্থাগুলিকে ল্যান্ডলাইনের সমস্ত গ্রাহকদের জিরো ডায়ালের সুবিধা দিতে হবে। এই সুবিধাটি বর্তমানে নির্দিষ্ট অঞ্চলের বাইরের কলগুলির জন্য উপলব্ধ হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, ফিক্সড লাইনের স্যুইচগুলিতে একটি উপযুক্ত ঘোষণা করা উচিত, যাতে ফিক্সড লাইনের গ্রাহকরা সেখান থেকে মোবাইল কলের জন্য ‘0’ ডায়াল করার প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হন। নতুন ব্যবস্থা গ্রহণের জন্য টেলিকম সংস্থাগুলিকে জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ডায়ালিংয়ের এই পরিবর্তন মোবাইল পরিষেবাগুলির জন্য অতিরিক্ত ২৫৪.৪ কোটি নম্বর তৈরির সহায়ক হবে। এর মাধ্যমে ভবিষ্যতে অতিরিক্ত নম্বরের চাহিদা পূরণ করা সহজ হবে।

Previous articleখরা কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি, জানালেন শক্তিকান্ত
Next articleজলকামান-লাঠি পেরিয়ে রাজধানীর রাজপথে আগুয়ান কৃষকরা