প্রাপ্তবয়স্ক মহিলার ব্যক্তি স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে না, জানাল হাইকোর্ট

পছন্দের সঙ্গীর সঙ্গে যেখানে খুশি ঘোরার অধিকার আছে মহিলাদের, জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালত জানিয়ে দিয়েছে, একজন প্রাপ্তবয়স্ক নারীর নিজের পছন্দের সঙ্গীর সঙ্গে যেখানে খুশি যাওয়ার অধিকার রয়েছে।

আরও পড়ুন- এইচআরবিসি-র পর এবার সরকারি নিরাপত্তা ছাড়ছেন শুভেন্দু
সেক্ষেত্রে ধর্ম কখনও বাধা হয়ে দাঁড়াতে পারে না। দিল্লি হাইকোর্টের দুই বিচারপতি বিপিন সাংঘি ও রজনীশ ভাটনগরের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, একজন মহিলার ব্যক্তি স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে না।
জানা গিয়েছে, সুলেখা নামে এক মহিলা নিজের পরিবারের অমতে বিয়ে করেন। এরপরেই পরিবারের বিরুদ্ধে নিজের নিরাপত্তা চেয়ে একটি পিটিশন ফাইল করেন দিল্লি হাইকোর্টে। কারণ পরিবার তাঁকে নিরুদ্দেশ বলে দাবি করেছিল পুলিশের কাছে। হাইকোর্ট জানিয়েছে, ওই মহিলার পরিবারের দাবি সে নাবালিকা হলেও, তথ্য প্রমাণ অন্য কথা বলছে।
তিনি নিজের স্বামীর সঙ্গে থাকতে পারেন। দিন কয়েক আগেই এলাহাবাদ হাইকোর্ট একই রায় দিয়েছিল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, যেখানে আইন দুই সমলিঙ্গের মানুষকে একসাথে থাকার, জীবন কাটানোর অনুমতি দিচ্ছে, সেই দেশে শুধুমাত্র ধর্মের বিভেদের জন্য বিয়ে আটকে দেওয়া হবে, তা মেনে নেওয়া যায় না।