সুশীল মোদিকেই বিহার থেকে রাজ্যসভার প্রার্থী করছে বিজেপি

0
1

বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদিই রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী৷ সদ্যগঠিত বিহার মন্ত্রিসভায় মোদি স্থান পাননি৷

গত à§® অক্টোবর লোক জনশক্তি পার্টি বা LJP-র প্রতিষ্ঠাতা রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পর রাজ্যসভার আসনটি খালি হয়৷ আগামী ১৪ ডিসেম্বর এই আসনে ভোট গ্রহণ করা হবে। ভোট গণনাও হবে একইদিনে৷ রাজনৈতিক মহলের ধারনা ছিলো রামবিলাসের শূন্য আসনে তাঁর পুত্র চিরাগ’কে সমর্থন করবে বিজেপি৷ সদ্যসমাপ্ত বিহার নির্বাচনে চিরাগ পাসোয়ানের LJP, নীতীশ কুমারের JDU-প্রার্থীদের বিরুদ্ধে প্রার্থী দিয়ে ভোট কেটেছে৷ ফলে বেশ কিছু আসনে নীতীশের দল হেরেছে৷ বিজেপি প্রথম থেকেই চেয়েছিলো নীতীশকে মুখ্যমন্ত্রী করা হলেও চাপে রাখা হবে তাঁকে৷ চাপে রাখতে হলে নীতীশের বিধায়ক সংখ্যা কমাতে হবে৷ সেই কাজটাই করে দিয়েছে চিরাগের দল৷ সে কারনেই অনেকে ভেবেছিলো রাজ্যসভায় প্রার্থী হতে পারেন চিরাগ পাসোয়ান৷ কিন্তু বিজেপি সেপথে হাঁটলো না৷ শোনা যাচ্ছে, সুশীল মোদি এবার স্থান পেতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়৷

আরও পড়ুন- আদানির বিরুদ্ধে পোস্টার হাতে মাঠে বিক্ষোভকারী, প্রশ্ন উঠল কোহলিদের নিরাপত্তা নিয়ে