পূরণ করা হল না তাঁর শেষ ইচ্ছে। নিজের ৬০তম জন্মদিনে মনের ইচ্ছের কথা জানিয়েছিলেন দিয়েগো মারাদোনা। পরিবারের কাছে অনুরোধ করেছিলেন, মৃত্যুর পর যেন সংরক্ষণ করে রাখা হয় তাঁর দেহ। সৎকার না করা হয়।

কিন্তু মারাদোনার সেই ইচ্ছে পূরন করল তাঁর পরিবার। গত বুধবার শেষ নিশ্বাস ত্যাগ করেন দিয়েগো। মৃত্যুর পর বুয়েন্স আয়ার্সের বেলা ভিস্তায় মা বাবার পাশে সমাহিত করা হয় ফুটবল রাজপুত্রকে। সুত্রের খবর মারাদোনার শেষ ইচ্ছে পূরণ করার পক্ষে ছিলেন না পরিবারের কেউ। তাই মৃত্যুর পর সমাহিত করা হয় মারাদোনার দেহ।

আরও পড়ুন:চিটফান্ড তদন্তে গতি আনতে ইডির নতুন স্পেশাল ডিরেক্টর কলকাতা জোনে

আর্জেন্তিনার ইতিহাসে এর আগে মাত্র ৩জন ব্যক্তির দেহ সংরক্ষণ করে রাখা হয়। মারাদোর ইচ্ছে পূরণ করা হলে, চতুর্থ ব্যক্তি হতেন তিনি।
