ফুটবলের পর এবার ক্রিকেটেও ডার্বির রং সবুজ মেরুন। শনিবার বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে ইস্টবেঙ্গলকে ১ রানে হারাল মোহনবাগান। চোটের কারনে এদিন মাঠে নামেননি মনোজ তিওয়ারি।

শনিবার ইডেনে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২১ রান করে মোহনবাগান। ম্যাচে এদিন বাগানের হয়ে নেতৃত্ব দেন অনুষ্টুপ মজুমদার। বাগানের হয়ে ৩৭ বলে ৫৫ রান করেন অনুষ্টুপ। ৭ টি চার ও ১ টি ছয় মারেন রুকু। ৪৪ বলে ৪১ রান করেন বিবেক সিং। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রানে আটকে যায় লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গলের হয়ে একা লড়াই চালান সায়ন শেখর মণ্ডল। ৫৫ বলে ৫২ রান করেন তিনি। ফুটবলের ডার্বি জয়ের ২৪ ঘন্টার মধ্যেই ক্রিকেটেও ডার্বি জয় বাগানের।
আরও পড়ুন- সরকার ফেলার ষড়যন্ত্র? সিবিআই বাঁধা পড়তেই ইডি তৎপর মহারাষ্ট্রে
