Thursday, August 21, 2025

কুরুচিকর আক্রমণ, পরেশের বিরুদ্ধে মামলার পথে সাধন-কন্যা শ্রেয়া

Date:

Share post:

সাধন-পরেশ দ্বৈরথ এবার নতুন মাত্রা পেল। মন্ত্রী সাধন পান্ডে-কন্যা শ্রেয়া বিধায়ক পরেশ পালের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকতে চলেছেন। শ্রেয়ার স্পষ্ট কথা, দু’জন রাজনীতিবিদের মধ্যে লড়াই হচ্ছে, হোক। কিন্তু দুজনের ঝগড়ার মধ্যে তাঁকে টেনে এনে যেভাবে অসংসদীয়, কুরুচিকর, নোংরা শব্দ ব্যবহার করে তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, তাতে তিনি অসম্মানিতবোধ করছেন। তাই মানহানির মামলার পথেই হাঁটছেন। শ্রেয়ার মন্তব্য, একজন নির্বাচিত বিধায়ক তথা জনপ্রতিনিধি যে ভাষায় কথা বলেছেন, সেখান থেকেই বোঝা যায় তাঁর রুচি, কৃষ্টি, সংস্কৃতি।

ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে ও বেলেঘাটার বিধায়ক পরেশ পালের লড়াই উত্তর কলকাতার রাজনীতিতে সর্বজনবিদিত। সুযোগ পেলেই একজন অন্যজনকে আক্রমণ করেন। পরেশের আক্রমণের ভাষা বেশিরভাগ ক্ষেত্রেই রুচির সীমা লঙ্ঘন করে বলে অভিযোগ। এই কারণে দলের মহাসচিব সাম্প্রতিক অতীতে সমঝে চলার নির্দেশও দেন। যদিও দলীয় নেতৃত্বকে তোয়াক্কা না করার মনোভাব পরেশের আচরণে স্পষ্ট৷ ফলে পরেশের আচরণে দলের একটি মহল ব্যাপক অসন্তুষ্ট। এই অবস্থায় বিজয়া সম্মিলনী উপলক্ষে অনুষ্ঠানে সাধন-পরেশ দ্বৈরথ চরম মাত্রা পায়। সেখানেই একে অন্যকে আক্রমণ করতে গিয়ে পরেশ মাত্রা হারিয়ে শ্রেয়াকে আক্রমণ করে বসেন। পরেশের দিক থেকে প্রচার করা হচ্ছে শ্রেয়াকে ইডির তলবের বিষয় নিয়ে। পাল্টা শ্রেয়া ঘনিষ্ঠ মহলে বলছেন, ইডি শ্রেয়াকে ডেকে কার কার সম্বন্ধে খবর নিয়েছে, সেটা শ্রেয়া বলে দিলে তো দলেরই অস্বস্তি বাড়বে। পরেশ পাল সেই কাজটা করতে বারবার কেন প্ররোচিত করছেন? কেন দলকে অস্বস্তিতে ফেলার ‘চেষ্টা’ চালিয়ে যাচ্ছেন!

আরও পড়ুন:ইস্তফার পর রবিবারই মহিষাদলে প্রথম জনসভা শুভেন্দু’র, জল্পনা, কী বলবেন তিনি!

সাধন-কন্যার বক্তব্য, তাঁর চরিত্র হনন করা হচ্ছে। ব্যক্তি হিসাবে তিনি অপমানিত হয়ে এবার মানহানির মামলার পথেই যাচ্ছেন।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...