Monday, November 17, 2025

আর এজেন্সি নয়, সরাসরি নবান্ন থেকে বেতন পাবেন রাজ্যের ঠিকা কর্মীরা

Date:

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য সুখবর আনল সরকার। রাজ্যের বিভিন্ন দপ্তর নিগাম পর্ষদ এবং কেন্দ্র বা রাজ্যের মেয়াদী প্রকল্পের তথ্যপ্রযুক্তি কর্মীদের অর্থ দফতরের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে নবান্ন। এতদিন এই সমস্ত কর্মীরা এজেন্সি বা নিয়োগ সংস্থা থেকে নিজেদের বেতন পেতেন। এবার সরাসরি সরকারি খাতায় উঠতে চলেছে তাঁদের নাম। প্রাক নির্বাচন মুহূর্তে যা নিশ্চিতভাবেই রাজ্যে সরকারি ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর।

অক্টোবর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। এরপর সম্প্রতি অর্থ দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয় সমস্ত তথ্য প্রযুক্তি কর্মীকে তাদের জীবনপঞ্জি নবান্নে পাঠানোর জন্য। এতদিন চুক্তিভিত্তিক কর্মীদের কিছু অংশ সরাসরি সরকারের কাছ থেকে বেতন পেলেও অধিকাংশ কর্মী নিয়োগ করা হয়েছে এজেন্সির মাধ্যমে। আর এই তথ্য প্রযুক্তি কর্মীর সংখ্যা ৫০ হাজারেরও বেশি। তারা সকলেই সরকারের কাছ থেকে বেতন তো পাবেনই, পরবর্তীকালে চাকরি পাকা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করা হচ্ছে। তবে আপাতত সরকার তাদের চুক্তি মাফিক বেতন দেওয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন:মদনের ‘প্যাক আপ’ পোস্টে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন

পাশাপাশি এই সিদ্ধান্তের অর্থ দপ্তরের আধিকারিকদের অনুমান, সরকারের এহেন উদ্যোগে রাজ্যের কোষাগারের ব্যয় অনেকখানি কমে যাবে। বর্তমানে চুক্তিভিত্তিক কর্মীদের যে বেতন দিতে হয় তার একটা অংশ নিয়োগ সংস্থা কেটে নেয়। সরকার যদি সরাসরি তথ্যপ্রযুক্তি কর্মীদের বেতন দেয় সে ক্ষেত্রে এজেন্সি পরিষেবার টাকা আর ব্যয় করতে হবে না। বর্তমানে এই টাকার পরিমাণ বেতনের ৫ থেকে ১০ শতাংশ। আগামী দিনে এই অর্থ কর্মীদের বেতনের সঙ্গে যোগ করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

Related articles

বাংলাদেশে মৌলবাদী সংগঠন বাড়াচ্ছেন ইউনূস: সাজা ঘোষণার আগে সরব শেখ হাসিনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ঘোষণা হবে সাজা। তাতে মৃত্যুদণ্ডের সম্ভাবনা। তা সত্ত্বেও বহু বছরের প্রচেষ্টায় যে আওয়ামী লিগকে প্রতিষ্ঠা...

দিল্লি বিস্ফোরণে গাড়ি ভর্তি ছিল IED! দিল্লিতেই লুকিয়ে ছিল উমরের সহযোগী

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী আমির রশিদ আলি। আশ্চর্যজনকভাবে সেই আমির দিল্লিতে লুকিয়ে থাকলেও প্রায়...

বাংলায় ঢালাও সুবিধা, সেই সব দাবিতে ডবল ইঞ্জিন অসমে পথে চাবাগান শ্রমিকরা

প্রতিবেশী রাজ্যে ঢালাও সুবিধা। জীবনযাপনের মান থেকে পরিবারের নিরাপত্তায় একের পর এক দায়িত্ব পালন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

শুট অ্যাট সাইট নির্দেশ ইউনূস প্রশাসনের! হাসিনার রায় বেরোনোর আগে উত্তপ্ত ঢাকা

বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shiekh Hasina)। সেই অভিযোগের বিচার...
Exit mobile version