Saturday, January 10, 2026

“পদ নয় পতাকা-নেত্রীর নাম মমতা”, পদের “অধিকারী” নিয়ে এবার ফেসবুক পোস্ট অভিষেকের

Date:

Share post:

সুপার সানডে এককথায় “সুপার হিট”! রবিবাসরীয় দুপুরে সাতগাছিয়ার ভরা সভায়, যেদিকে তাকাবেন, শুধুই কালো মাথা। সুচারু ভাষায় মঞ্চে বক্তব্য রাখছেন তৃণমূল যুব সভাপতি। “কেউ প্যারাসুটে নামেনি বা কেউ লিফটে ওঠেনি। যদি লিফটে উঠতাম, তাহলে ৩৫টা পদের অধিকারী হতাম। কিন্তু অনেক পদ দখল করে থাকিনি। যদি প্যারাসুটে নামতাম, তাহলে দক্ষিণ কলকাতা থেকে লড়তাম। আমার বাড়ি দক্ষিণ কলকাতায়। কিন্তু আমি ডায়মন্ডহারবারের সাংসদ। অনেকে অনেক কথা বলে।” নাম না করে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

এখানেই শেষ নয়, জনতার দরবারে তোপ দেগে ডায়মন্ড হারবারের সংসদ বললেন, “যদি কেউ মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, আপনারা মানবেন? নিজের স্বার্থ চরিতার্থ করতে যদি কেউ বিশ্বাসঘাতকতা করেন, আপনারা মানবেন? নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্য যদি কেউ মেরুদণ্ড বিকিয়ে দিতে পারেন, তাহলে কি আপনারা ছেড়ে কথা বলবেন? বাংলা ছবিতে একটা সংলাপ আছে, বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে পাওয়া যায় না। বিশ্বাসঘাতকতা করলে কড়ায়গন্ডায় জবাব দেওয়া হবে। দল আমাদের মা নয়?”

এ তো গেল জনসভার ক্ষুরধার বক্তব্য। এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরব অভিষেক। তিনি যে কোমর বেঁধে ময়দানে নেমেছেন সেটা বুঝিয়ে দিলেন একটাই পোস্টে। নিজের ফেসবুক পেজে কী লিখলেন অভিষেক? সোজাসাপ্টা পোস্ট। “পদ নয় পতাকা, নেত্রীর নাম মমতা…”

তুলে ধরা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্ট

“পদ নয় পতাকা
নেত্রীর নাম মমতা

তৃণমূল কংগ্রেস কর্মীদের ত্যাগ-ধৈর্য্যের বিনিময়ে এই দল আজ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দলের সম্পদ। তাঁরাই আগামীদিনের পথপ্রদর্শক। আমাদের প্রিয় দল তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বজবজের মুচিশা ফুটবল গ্রাউন্ডে আয়োজিত জনসভার কিছু মুহূর্ত। মানুষের মুখরিত সখ্যেই বিরাজ করে তৃণমূল কংগ্রেস। বাংলার হৃদয়ে তৃণমূল। এ মাটি দুর্জয় ঘাঁটি, এ মাটিই পথের দিশা। এ মাটি লড়তে জানে। জিততে জানে।”

আরও পড়ুন- “দিদি আসছে চলো ভাই”, মমতার সভার আগে মেদিনীপুরে এককাট্টা তৃণমূল

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...