Sunday, August 24, 2025

অমিত শাহের প্রস্তাব প্রত্যাখ্যান, আলোচনার স্থান পরিবর্তন করছেন না কৃষকরা

Date:

কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাবের কৃষকরা তাদের অভিযোগের বিষয়ে প্রাথমিক আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আলোচনার স্থান পরিবর্তন করা হচ্ছে না, জানিয়েছেন কৃষকরা। তাঁরা বলেছেন, সরকারের উচিত ছিল “উন্মুক্ত হৃদয়”এ আমদের সঙ্গে যোগাযোগ করা এবং পূর্বশর্ত না রাখা। আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মন কি বাত’ প্রোগ্রামে কৃষি আইনকে সমর্থন জানিয়ে কৃষকদের উদ্দেশে বলেছেন, “কৃষিক্ষেত্রে সংস্কার”,”বেচাকেনা”, “কৃষকদের নতুন অধিকার এবং সুযোগ দিয়েছে” এই আইন।

সিংহু সীমান্তে জড়ো হওয়া কৃষকরা রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রস্তাব নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন। অমিত শাহ শনিবার বিক্ষোভকারী কৃষকদের দিল্লির নিরঙ্কারী মাঠে বিক্ষোভের অনুমোদিত জায়গায় যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এবং আশ্বাস দিয়েছিলেন যে তারা স্থানান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গেই সরকার তাদের দাবি বিবেচনা করবে। কিন্তু কৃষকরা তা প্রত্যাখ্যান করেছেন। এদিকে, পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে। কারণ উত্তরপ্রদেশ, রাজস্থান এবং পাঞ্জাবের কয়েকশো কৃষক সীমান্তবর্তী অঞ্চলে কৃষকদের প্রতিবাদে যোগ দিয়েই চলেছে। টায়ার জ্বালানোর কয়েকটি ঘটনা ছাড়াও দিল্লি সীমান্ত অঞ্চল থেকে কোনও গুরুতর ঘটনার খবর এখনও পাওয়া যায়নি।

প্রসঙ্গত, কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে কৃষকদের দাবিদাওয়াও মেনে নেওয়া হবে। শনিবার রাতে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরও জানিয়েছেন, আগামী ৩ ডিসেম্বর কৃষকদের সঙ্গে আলোচনার জন্য বৈঠকে বসবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। তবে আলোচনার পাশাপাশি তার সঙ্গে ‘শর্ত’ও জুড়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, আলোচনার আগে বিক্ষোভ বন্ধ করতে হবে কৃষকদের। কিন্তু, কৃষকেরা অমিতের ‘শর্ত’ মেনে নেন কি না, শনিবার রাতে এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত সে বিষয়ে বিক্ষুব্ধদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রবিবার দুপুরেই শাহের দেওয়া প্রস্তাব মেনে নিলেন না কৃষকরা। তাঁরা জানিয়ে দিয়েছেন, তাঁরা স্থানাতরিত হচ্ছেন না।

আরও পড়ুন-ছত্তিশগড়ে মাও হামলায় হত ১, আহত ৯ কোবরা জওয়ান

Related articles

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...

গুরু গ্রন্থসাহেব-এর প্রকাশ পর্ব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলায় সকলের অধিকার রক্ষিত হয় সবথেকে বেশি মর্যাদার সঙ্গে। সব ধর্ম, সব জাতিকে যোগ্য মর্যাদা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version