Saturday, November 8, 2025

লাল চায়ে দিচ্ছেন চুমুক। আর উপরে লেখা ‘টাইম ফর প্যাক আপ।’

তৃণমূলের রঙিন নেতা মদন মিত্রর শনিবার রাতে করা ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। লাল জ্যাকেট, চোখে রোদ চশমা, হাতে চায়ের কাপ। একেবারে ফিল্মি উপস্থিতি। তার মাঝে হঠাৎ ইঙ্গিতপূর্ণ পোস্ট সোশ্যাল মিডিয়ায়।

কী অর্থ প্যাক আপের? শুভেন্দু-পর্বের মাঝে এই পোস্টে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। ফোন ধরছেন না, হোয়াটস অ্যাপে উত্তরও দিচ্ছেন না। আর তাতে গুঞ্জন আরও বেড়েছে। রাজ্যে তৃণমূল বিরোধী আসনে থাকার সময় থেকেই মদন মিত্র রাজনৈতিক জগতে একটা নাম। হাসপাতালে ভর্তি থেকে ট্যাক্সি ইউনিয়ন, মেট্রো ইউনিয়ান, একচ্ছত্র ছিলেন মদন মিত্র। তারপর পরিবহনমন্ত্রী। মাঝে চিট ফান্ডকান্ডে জেলযাত্রা। মুক্তির পর মদন যেন অনেকটাই নিষ্প্রভ। দলেও সেই জায়গা নেই। ফলে একটি মহল বলছেন, মদনের হতাশা আসাটা অন্যায় কিছু নয়। আবার আর একটি মহল বলছে, আসলে এটা মদনের ভেসে থাকার, আলোচনায় থাকার ট্রিক্স। এসব কিছুই নয়। যারা গুঞ্জন তুলছেন তাঁরা ঘোলা জলে মাছ ধরতে চাইছেন। একুশের ভোটে নিশ্চিতভাবে মদনের ভূমিকা থাকবে দলে। অনেকে বলছেন, আসলে দলে আর সমর্থকদের মধ্যে মদন আসলে প্রতিক্রিয়া দেখতে চাইছেন।

ঘটনা যাই হোক, রাতের ফেসবুক পোস্টে গুঞ্জন বাড়ছে। মদন নিজে কী প্রতিক্রিয়া দেন দেখার সেটাই। দল অবশ্য, প্রতিক্রিয়াহীন।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version