Friday, November 7, 2025

মা অসুস্থ, এখনই শহরে আসছেন না শুভেন্দু, ফের বৈঠকের চেষ্টা চালাচ্ছেন সৌগত

Date:

দলের শীর্ষস্তর তাঁকে শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা চালিয়ে যেতে বলেছে৷ সেই চেষ্টায় কোনও ত্রুটি রাখতে চাইছেন না তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। এর আগে দু’বার বৈঠক হয়েছে৷ কিন্তু কোনও ইতিবাচক ফল মেলেনি। ইতিমধ্যেই মন্ত্রিত্ব ছেড়েছেন শুভেন্দু৷ তারপরও শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনায় বসতে চান সৌগত রায়৷ কিন্তু মা অসুস্থ থাকায় এখনই কলকাতায় আসতে পারছেন না শুভেন্দু। আগামী কয়েকদিনের মধ্যেও সৌগতের সঙ্গে প্রাক্তন পরিবহনমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা নেই। সূত্রের খবর এমনই।

মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেও শুভেন্দু ঠিক কী করতে চাইছেন, তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক মহলের একাংশ বলছে, মন্ত্রিত্ব ছাড়ার পরও শুভেন্দুর তৃণমূলে থাকা কার্যত অসম্ভব৷ তৃণমূলের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। তবুও আশাবাদী সৌগত৷ আলোচনা চালিয়ে যাওয়ার শেষ চেষ্টা করতে এই সাংসদ নেমে পড়েছেন। সৌগত রায়-সহ দলের একাধিক শীর্ষনেতার ধারণা, মন্ত্রিত্ব ছাড়লেও তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করবেন না শুভেন্দু। সেকারনেই শুভেন্দুর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া জরুরি৷
শনিবার সৌগত’র সেই চেষ্টা ব্যর্থ হয়েছে৷ কলকাতায় আসেননি শুভেন্দু। তিনি না’কি জানিয়েছেন, মা অসুস্থ থাকায় কয়েকদিন কলকাতায় আসার সম্ভাবনা নেই। ফলে বৈঠক আদৌ হলেও, তা মঙ্গলবারের আগে সম্ভব হবে না বলেই সূত্রের খবর।

এদিকে আজ, রবিবার মহিষাদলে শুভেন্দুর ‘অরাজনৈতিক’ সভা হতে চলেছে। রাজনৈতিক মহলে চর্চা চলছে, এই সভায় শুভেন্দু কী বলতে পারেন, তা নিয়ে৷

জানা গিয়েছে, শুভেন্দুর বাবা তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেছেন সৌগত রায়। কী আলোচনা হয়েছে, তা জানা না গেলেও ধরেই নেওয়া যায় শুভেন্দুকে নিয়েই কথা হয়েছে৷ তবে ‘শুভেন্দুর সঙ্গে কথা হবে’ বলেই আশাবাদী সৌগত।

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version