কফিনবন্দি মারাদোনার পাশে ছবি তুলে বিপাকে সমাধিস্থলের তিন কর্মী

মারাদোনাকে ছুঁয়ে দেখতে গিয়ে বিপাকে সমাধিস্থলের তিন কর্মী। গত বুধবার রাতে শেষ নিশ্বাস ত‍্যাগ করে দিয়েগো মারাদোনা। তাঁর প্রয়ানে শোকের ছায়া নেমে আসে গোটা বিশ্বে। বৃহস্পতিবারই শেষকৃত‍্য সম্পন্ন হয় ফুটবল রাজপুত্রের।

বুয়েন্স আইরেসে সমাধিস্থ করা হয় মারাদোনাকে। সমাধিস্থ করার আগে কফিনবন্দি মারাদোনার পাশে দাড়িয়ে ছবি তোলেন সমাধিস্থলে কর্মরত তিন কর্মী। আর তাতেই বিপত্তি। ছবিতে দেখা যায়, তিন জনের মুখে হাসি। বুড়ো আঙ্গুল উঁচু করে আনন্দের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। সোশ‍্যাল মিডায়ায় ছবিটি ভাইরাল হতেই, বিতর্কের মুখে পরেন ওই তিন কর্মী। আসতে থাকে খুনের হুমকিও।

আরও পড়ুন:মুম্বই হামলার মূল ম্যানেজার সাজিদ মীরের সন্ধান দিলেই কয়েক কোটির আর্থিক পুরস্কার, ঘোষণা আমেরিকার

পরিস্তিতি এত উত্তপ্ত দেখে, রেডিও স্টেশনে পৌঁছে ক্ষমা স্বীকার চান ওই তিন কর্মী। তিনি বলেন, ” আমি মারাদোনাকে কখনো অসম্মান করিনি। আমার ওনার সঙ্গে কাজ করেছি। আমার ছোট ছেলের বয়স বেশি না, ও তাই ওরকম ভাবে ছবি তুলে ফেলেছে। এই গোটা বিষয়টিতে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

Previous articleমুম্বই হামলার মূল ম্যানেজার সাজিদ মীরের সন্ধান দিলেই কয়েক কোটির আর্থিক পুরস্কার, ঘোষণা আমেরিকার
Next articleআজ কোচবিহারে শুরু রাস উৎসব, কোভিডের কারণে হচ্ছে না মেলা