মারাদোনাকে শ্রদ্ধা মেসির, গোলের পর ফুটবল রাজপুত্রকে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন লিওর

মারাদোনাকে বিশেষ শ্রদ্ধা লিওনেল মেসির। রবিবার লা-লিগার ম‍্যাচে গোল করার পর ফুটবল রাজপুত্রকে শ্রদ্ধাজ্ঞাপন করেন মেসি।

গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দিয়েগো মারাদোনা। তারপর থেকেই নানা রকমভাবে শ্রদ্ধাঞ্জাপন করে চলেছেন গোটা বিশ্ব। রবিবার লা-লিগার ম‍্যাচের পর মারাদোনাকে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করলেন লিও। কেরিয়ারের একেবারে শেষের দিকে ১৯৯৩ সালে আর্জেন্তিনার নিওয়েলেস ওল্ড বয়েজ ক্লাবে সই করেন দিয়েগো। ১৯৯৪ সাল পর্যন্ত ওখানেই থাকে তিনি। সেই সময় মাত্র সাত বছর বয়সে নিওয়েলেসে যোগদেন মেসি।সেখানে সাতবছর কাটিয়ে বার্সেলোনায় আসেন তিনি।

আরও পড়ুন:শুরু রাস উৎসব, স্যানিটাইজার হাতে দিয়েই রাসচক্র ঘোরাচ্ছেন ভক্তরা

ফুটবল রাজপুত্রকে স্মরণ করতে সেই নিওয়েলেসের স্মৃতিকেই টেনে আনলেন মেসি। রবিবার লা-লিগার ম‍্যাচে ওসাসুনার বিরুদ্ধে গোল করার পর বার্সেলোনার জার্সি খুলে, গায়ে চাপানো নিওয়েলসের লাল-কালো ১০ নম্বর জার্সি বিশ্বের দরবারে তুলে ধরেন মেসি। এই ভাবেই মারাদোনাকে স্মরন করেন তিনি।

Previous articleফের হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ঝাড়গ্রামে
Next articleনিজেই খোল বাজিয়ে নন্দীগ্রামে রাসযাত্রা উৎসবের সূচনা করলেন শুভেন্দু