Friday, January 30, 2026

রাতারাতি কোটিপতি মালদহের এক দিনমজুর, রয়েছেন আতঙ্কে

Date:

Share post:

৩০ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি মালদহের এক দিনমজুর। এমন ভালো খবরের মাঝেও সম্ভাব্য বিপদের ভয়ে ঘুম উড়েছে রতুয়া-২ ব্লকের আড়াইডাঙা গ্রামের দিনমজুর দানেশ আনসারির। আত্মগোপন করেছেন এক আত্মীয়ের বাড়িতে। গিয়েছেন পুলিশের কাছেও।

কিন্তু কেন?

তাঁর আতঙ্কে থাকার কারণ তিনি নিজেই জানিয়েছেন। দানেশ বলেন, “এত টাকা পেয়ে যেমন আনন্দ পেয়েছি, সঙ্গে আতঙ্কে আছি। অনেক দুষ্ট চক্র এই টাকার জন্য আমাদের ক্ষতি করতে পারে। তাই পুলিশের সাহায্য চেয়েছি।” অজানা বিপদের আতঙ্ক চেপে বসেছে দানেশের মনে। তাই সপরিবার চলে গিয়েছেন এক আত্মীয়ের বাড়িতে। তাঁদের পরামর্শে দ্বারস্থ হয়েছেন পুকুরিয়া থানার পুলিশের কাছে।

প্রতিদিন সকালে কাজের খোঁজে রতুয়া থেকে মালদহ শহরে যান দানেশ। তাঁর রোজগারেই সংসার চলে। দুই মেয়ে এক ছেলে আর স্ত্রী মিলিয়ে পাঁচ জনের পরিবার। টালির চালের বাড়ি। তবে তিন সন্তানের পড়াশোনার খরচ, আর পরিবারে কিছুটা সুদিনের আশায় মাঝে মধ্যে কিনতেন লটারির টিকিট। সম্প্রতি অতিরিক্ত রোজগারের জন্য বাড়ি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হবিবপুর ব্লকের পাকুয়াহাটে রাজমিস্ত্রির জোগানদারের কাজ পেয়ে সেখানেই থাকতেন দানেশ। সেখান থেকেই কেটেছিলেন ৩০ টাকার টিকিট। আর তাতেই খুলে গিয়েছে ভাগ্য। তাঁর টিকিটের নম্বরই জিতেছে ১ কোটি টাকার পুরস্কার। দানেশ জানান, ২৬ নভেম্বর মর্নিং লটারির টিকিট কাটেন তিনি। শুক্রবার হবিবপুর থেকে রতুয়ায় বাড়িতে ফেরেন। নিজে জানতেনও না লটারিতে কোটি টাকা পাওয়ার কথা। শনিবার তাঁরই এক বন্ধু এই খবর দেন তাঁকে।

তিনি এই টাকা কী করবেন? উত্তরে দানেশ জানান, “তিন ছেলেমেয়েরই পড়াশোনার জেদ শুরু থেকেই। কিন্তু এই অভাবের সংসারে ওদের পড়াশোনা একেবারে হচ্ছিল না। এবার ওদের উচ্চশিক্ষিত করব।” কিন্তু এখন দানেশ কোটিপতি। তবে কি দিনমজুরি ছেড়ে দেবেন তিনি। এই উত্তরও পাওয়া গিয়েছে তাঁর কাছ থেকে। জানিয়েছেন, “আমি খেটে খাওয়া মানুষ। দিনমজুরির কাজ ছাড়ব না।”

আরও পড়ুন-বিবাহ বার্ষিকীতে রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়লেন দম্পতি

spot_img

Related articles

জবাবদিহি নাপসন্দ! গোপনীয়তার দোহাই দিয়ে কোপ RTI আইনে

RTI আইনের মূল উদ্দেশ্য ছিল স্বচ্ছতা, দায়বদ্ধতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা। কিন্তু মোদি সরকারের জবাবদিহি নাপসন্দ। মেহুল...

টি২০ বিশ্বকাপে সেরা চার দল কারা? জেনে নিন দাদার পছন্দ

টি২০ বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৮ দিন। বিশ্বকাপ নিয়ে নানা মুণির নানা মত। আসন্ন মেগা ইভেন্টে নিজের...

ফের অতিরিক্ত কাজের চাপে BLO-র আত্মহত্যার অভিযোগ শিলিগুড়িতে

রাজ্যে চলমান এসআইআর (SIR) প্রক্রিয়ার মধ্যেই ফের এক বিএলও-র (BLO) মৃত্যু ঘিরে চাঞ্চল্য। উত্তরবঙ্গের শিলিগুড়িতে (SILIGURI) ভোটার তালিকা...

প্রাক্তন IPS-কে SIR হেনস্থা! তৃণমূলের বিধায়ক হুমায়ুনকে শুনানিতে ডাক

রাজ্যে এসআইআর নিয়ে সাধারণ মানুষের হয়রানি আর ভোগান্তির শেষ নেই! এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন নোবেলজয়ী অমর্ত্য সেন থেকে...