Thursday, August 21, 2025

সড়ক প্রকল্পের সূচনায় নয়া কৃষি আইনের সমর্থনেও জোরালো সওয়াল মোদির

Date:

সুগম সড়ক, মজবুত রেল ব্যবস্থা, বিমান পরিষেবা – এসব সাধারণ মানুষ, বিশেষ করে গরিব মানুষের জন্য অত্যন্ত লাভজনক। করোনা কালে পরিকাঠামো নির্মাণের এই প্রকল্পগুলি কর্মসংস্থান বাড়াতে যথেষ্ট সাহায্য করেছে।সোমবার বারাণসী–প্রয়াগরাজ হাইওয়ে প্রকল্পের সূচনা করে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন,উত্তরপ্রদেশে যোগী সরকার খুব ভাল কাজ করছে। সেখানে পূর্বাঞ্চল থেকে বুন্দেলখণ্ড পর্যন্ত আধুনিক সড়কপথ তৈরি হচ্ছে। উত্তরপ্রদেশে আজ প্রায় ১২টি বিমানবন্দর আছে।”
প্রধানমন্ত্রী জানান, ভাল সড়ক থাকলে লাভবান হন কৃষকরাও। এর ফলে কোল্ড স্টোরেজগুলিতে পণ্য দ্রুত পৌঁছে দেওয়া যায়। বিমানযোগেও পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে। বারাণসীর আম ইউরোপ যাচ্ছে। চন্দলির কালো চাল অস্ট্রেলিয়ায় রফতানি হচ্ছে। এই চাল কেজি প্রতি ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে সমৃদ্ধি আসছে। বিদেশে এই চলের দাম ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।
তিনি স্মরণ করিয়ে দেন, ক্ষুদ্র চাষিদের সংগঠিত করে বড় শক্তিতে পরিণত করার চেষ্টা করছে সরকার। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার ফলে দেশের প্রায় ৪ কোটি চাষি লাভবান হয়েছেন। এদিন, নয়া কৃষি আইনের সমর্থনেও জোরালো সওয়াল করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সরাসরি বাজারে পণ্য বিক্রি করতে পারলে সেই পরিষেবার লাভ কেন নেবে না চাষিরা।”
সড়ক প্রকল্পের উদ্বোধন ছাড়াও দীপাবলী উৎসবেও অংশ নেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version