Tuesday, November 4, 2025

যোগীকে সঙ্গে নিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Date:

বারাণসী–প্রয়াগরাজ হাইওয়ে প্রকল্পের সূচনা উপলক্ষে সোমবার একদিনের বারাণসী সফরে উপস্থিত হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরিস্থিতির মাঝে এই প্রথমবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে এসেছেন প্রধানমন্ত্রী। এখানে হাইওয়ে প্রকল্পের সূচনা করার পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন দেশের নরেন্দ্র মোদি। পাশাপাশি দর্শন করলেন বারাণসী গঙ্গাতীরের দীপাবলির আলোকসজ্জা।

আরও পড়ুন:কৃষক বিক্ষোভে সংহতি, লাগাতার প্রচার শুরু কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির

সোমবার বারাণসীতে সড়ক উদ্বোধনের পর গঙ্গাবক্ষে ক্রুজ বিহার করে ডোমারি ঘাট থেকে ললিতা ঘটে যান নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখান থেকে যোগী আদিত্যনাথ এর সঙ্গে তিনি পৌঁছন কাশী বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহে। চারজন পুরোহিতের উপস্থিতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো দেন তিনি। দর্শন করেন মহাদেবের আরতী। এরপর বেশ কিছুক্ষণ মন্দির চত্বর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এই মন্দিরের পার্শ্ববর্তী প্রায় ৫০ বর্গমিটার এলাকার সৌন্দর্যায়নের কাজ শুরু করেছেন উত্তরপ্রদেশ সরকার। এরপর সেখান থেকে বারাণসী গঙ্গাতীরে দেব দীপাবলি দর্শন করেন প্রধানমন্ত্রী। জানান, ‘এই দেব দীপাবলি অনুষ্ঠানে আমি সেই সকল মানুষকে শ্রদ্ধা জানাই যারা দেশের জন্য নিজের প্রাণ বলিদান করেছেন।’ যোগীকে সঙ্গে নিয়ে দেব দীপাবলি অনুষ্ঠান উপলক্ষে ‘লেজার শো’ চাক্ষুষ করেন তিনি।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version