দেশজুড়ে দুঃস্থ শিশুদের চিকিৎসায় “ক্রিকেট ঈশ্বর”, তালিকায় বাংলাও

তিনি জীবন্ত কিংবদন্তি। তিনি ক্রিকেট দেবতা। এদেশে ক্রিকেট যদি “ধর্ম” হয়, তাহলে তিনি সেই ধর্মের ভগবান। তিনি “মাস্টার-ব্লাস্টার”। তিনি শচীন তেন্ডুলকার।

আরও পড়ুন : মারাদোনার ৭০০ কোটির সম্পত্তির নেই কোন উইল, বিবাদ তুঙ্গে 

দেশের ৬টি রাজ্যের ১০০ দুঃস্থ শিশুদের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শচীন। তাঁর চ্যারিটি ফাউন্ডেশন ”একরাম” এই বিশেষ উদ্যোগ নিয়েছে। এই চ্যারিটি সংস্থার মাধ্যমে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, অসম, কর্ণাটক, তামিলনাডু এবং অন্ধপ্রদেশের দুঃস্থ শিশুদের কাছে পৌঁছে যাবে চিকিতৎসার সমস্ত সাহায্য।

আরও পড়ুন : ভারতীয় দলের প‍্যারফমেন্স নিয়ে মুখ খুললেন বিরাট

জানা গিয়েছে, দেশের সমস্ত দুঃস্থ পরিবারের শিশুরা, যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছে ও যাদের চিকিৎসা করানোর ন্যূনতম সামর্থ্য টুকু নেই, তাদের জন্যই সাহায্যের হাত বাড়িয়ে দেয় শচীনের এই চ্যারিটি সংস্থা।

Previous articleরাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু ‘দুয়ারে সরকার’ কর্মসূচি
Next articleদিলীপকে মুখের উপর জবাব দিয়ে অভিষেক কী বললেন?