উৎসবের আবহে বিষাদের ছায়া। নবদ্বীপ থেকে রাস দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল শিশু-সহ এক মহিলার। গুরুতর জখম হয়েছেন আরও ৪জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, সোমবার ভোররাতে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার নিমতলা সাধুর আশ্রমের কাছে। মৃত সঞ্জীব দাস (৯) ও রিতু দে (২০)।

সঞ্জীবের বাড়ি সমুদ্রগড়ের নিমতলায়। রিতুদেবী উত্তর ২৪ পরগনার সোদপুরের বাসিন্দা। রাতে মোটর ভ্যানে চেপে বাড়ি ফেরার সময় এসটিকেকে রোডের নিচুচাঁপাহাটিতে একটি মারুতির সঙ্গে ওই ভ্যানের সজোরে ধাক্কা লাগে। ভ্যানে ১০ জন যাত্রী ছিল। সকলেই রাস্তায় ছিটকে পড়ে। সেই সময় কালনা দিক থেকে আসা একটি লরি সঞ্জীব ও রিতুকে রাস্তায় পিষে দেয়। ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন-নৃশংস! যোগী রাজ্যে গায়ে স্যানিটাইজার ঢেলে সাংবাদিককে জ্যান্ত পোড়ালো দুষ্কৃতীরা
