বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের মুকুটে আরও একটি পালক। এবার বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়ন ডিবেটে বা বিতর্কে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের প্রথম মহিলা নেত্রী বা মুখ্যমন্ত্রী হিসেবে এই ডিবেটে অংশ নেবেন তিনি। আগামীকাল, বুধবার নবান্ন থেকে বিকেল ৫টায় এই ডিবেটে অংশ নেবেন তিনি। বার্ষিক এই ডিবেটে বাংলার উন্নয়ন নিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই ডিবেটের জন্য অনলাইনে প্রশ্ন জমা দিয়েছেন পড়ুয়ারা। প্রায় ৬০০ প্রশ্ন জমা পড়েছে। তারমধ্যে বাছাই করা প্রশ্ন মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়ন ডিবেটে অংশ নেওয়ার জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফে গত জুলাই মাসেই অনুরোধ করা হয় মুখ্যমন্ত্রীকে। সেই অনুরোধে সাড়া দিয়েই বুধবার অনলাইনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ডিবেটে যোগ দেবেন তিনি।

এর আগে এই ডিবেটে বাংলা থেকে মাদার টেরেসা অংশ নিয়েছিলেন। এবার পালা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন- কেন্দ্রের সঙ্গে বৈঠকে রফাসূত্র অমিল, কৃষকদের আন্দোলন চলবে
