Thursday, January 29, 2026

ডিসেম্বরের শুরু থেকেই দাপুটে ইনিংস খেলবে শীত, পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

নভেম্বরের মাঝামাঝি থেকেই জাঁকিয়ে ঠান্ডার পড়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু সেই পূর্বাভাস কার্যত মেলেনি। নভেম্বর না হলেও, ডিসেম্বরের শুরু থেকেই যে হাড়কাঁপানো ঠান্ডা পড়তে চলেছে, তাতে একপ্রকার নিশ্চিত আবহবিদরা।

নভেম্বরের শেষ রবিবার থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করছে। ফলে বিগত কয়েকদিন শহরে শীতের অনুভূতি থাকবে বলে জানা গিয়েছে। সোমবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস যা মোটের ওপর স্বাভাবিক। সঙ্গে পাল্লা দিয়ে বইছিল উত্তুরে হাওয়াও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার অর্থাৎ, ডিসেম্বরের প্রথম দিন তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। দিন চারেক তাপমাত্রা বেশ কিছুটা কম থাকবে। রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে থাকতে পারে।

কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এই পর্বে গাঙ্গেয় বঙ্গে মোটের উপরে স্বাভাবিক শীতই মিলবে। গড় সর্বনিম্ন তাপমাত্রার স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা খুবই কম। ফলে শীত একেবারে হতাশ করবে না বলেই মনে করছেন আবহবিজ্ঞানীরা।

জেলায় পারদ নামবে ১৫ ডিগ্রির নীচে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার দাপট ভালোই থাকবে। স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরভাগে। তবে দক্ষিণবঙ্গে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেও তেমন শীত পড়বে না বলেই পূর্বাভাস হাওয়া অফিস। ২০১২-২০১৩ মরসুমের শীতে বেজায় ঠান্ডা পড়েছিল কলকাতায়। সেই শেষ বার ডিসেম্বরে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল কলকাতার পারদ, পরে জানুয়ারিতে ৯ ডিগ্রি সেলসিয়াসে। তার পর আর দশের নীচে নামেনি মহানগরের তাপমাত্রা।

spot_img

Related articles

রেশন ব্যবস্থায় কড়া নজরদারি: এবার অ্যাপেই জমা পড়বে ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের রিপোর্ট

রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারি আরও জোরদার করতে খাদ্য দফতর রেশন ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের জন্য অ্যাপ-ভিত্তিক ব্যবস্থা...

কেন্দ্রীয় পর্যবেক্ষক তালিকায় বদলের আবেদন: দুই আইপিএস-এর নাম সংশোধনের প্রস্তাব দিচ্ছে রাজ্য

কেন্দ্রীয় অবজার্ভার নিয়োগ সংক্রান্ত তালিকায় আরও একটি সংশোধনের প্রস্তাব পাঠাতে চলেছে রাজ্য। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় কেন্দ্রীয় পর্যবেক্ষক...

নামেই ‘বেটি বাঁচাও’? মধ্যপ্রদেশে তরুণীকে শ্লীলতাহানি-মারধর BJP নেতার! তীব্র প্রতিবাদ তৃণমূলের

মুখে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর স্লোগান, আর কাজের বেলায় নিজের দলের নেতার হাতেই নারীর শ্লীলতাহানি ও রক্তপাত! বিজেপি...

ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত, SIR শুনানি থেকে রেহাই পেলেন না প্রাক্তন ভারত অধিনায়কও

SIR শুনানিতে ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত। মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লা , রহিম নবি, মেহতাব হোসের পর SIR শুনানিতে ডাক...