Saturday, November 29, 2025

ডিসেম্বরের শুরু থেকেই দাপুটে ইনিংস খেলবে শীত, পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

নভেম্বরের মাঝামাঝি থেকেই জাঁকিয়ে ঠান্ডার পড়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু সেই পূর্বাভাস কার্যত মেলেনি। নভেম্বর না হলেও, ডিসেম্বরের শুরু থেকেই যে হাড়কাঁপানো ঠান্ডা পড়তে চলেছে, তাতে একপ্রকার নিশ্চিত আবহবিদরা।

নভেম্বরের শেষ রবিবার থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করছে। ফলে বিগত কয়েকদিন শহরে শীতের অনুভূতি থাকবে বলে জানা গিয়েছে। সোমবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস যা মোটের ওপর স্বাভাবিক। সঙ্গে পাল্লা দিয়ে বইছিল উত্তুরে হাওয়াও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার অর্থাৎ, ডিসেম্বরের প্রথম দিন তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। দিন চারেক তাপমাত্রা বেশ কিছুটা কম থাকবে। রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে থাকতে পারে।

কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এই পর্বে গাঙ্গেয় বঙ্গে মোটের উপরে স্বাভাবিক শীতই মিলবে। গড় সর্বনিম্ন তাপমাত্রার স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা খুবই কম। ফলে শীত একেবারে হতাশ করবে না বলেই মনে করছেন আবহবিজ্ঞানীরা।

জেলায় পারদ নামবে ১৫ ডিগ্রির নীচে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার দাপট ভালোই থাকবে। স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরভাগে। তবে দক্ষিণবঙ্গে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেও তেমন শীত পড়বে না বলেই পূর্বাভাস হাওয়া অফিস। ২০১২-২০১৩ মরসুমের শীতে বেজায় ঠান্ডা পড়েছিল কলকাতায়। সেই শেষ বার ডিসেম্বরে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল কলকাতার পারদ, পরে জানুয়ারিতে ৯ ডিগ্রি সেলসিয়াসে। তার পর আর দশের নীচে নামেনি মহানগরের তাপমাত্রা।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...