Thursday, December 4, 2025

লাদাখ সংঘাত কাটিয়ে ফের ভারতীয় চালেই উদরপূর্তির পথে নুডলস প্রিয় চৈনিকরা

Date:

Share post:

লাল ফৌজের আগ্রাসন নীতির জেরে গত কয়েক মাস ধরে ক্রমশ পতনের দিকে গিয়েছে ভারত-চিন কূটনৈতিক সম্পর্ক। যার প্রভাব পড়েছিল দুই দেশের বাণিজ্যে। তবে এবার সমস্যা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দুই দেশের বাণিজ্য নীতি। লাদাখ সংঘর্ষের কারণে দীর্ঘদিন ভারত থেকে চাল আমদানি বন্ধ রেখেছিল চিন প্রশাসন। নতুন করে ফের তা শুরু হতে চলেছে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে ভারতের বাণিজ্যমন্ত্রক।

বিশ্বের মধ্যে চাল রপ্তানিতে প্রথম স্থান অধিকার করে রয়েছে ভারত। একইভাবে চাল আমদানিতে বিশ্বের মধ্যে প্রথমে রয়েছে চিন। প্রতিবছর ভারত থেকে ৪ মিলিয়ন টন চাল আমদানি করে বেজিং প্রশাসন। তবে ভারত-চিন বাণিজ্য নীতিতে প্রভাব ফেলে লাদাখের উত্তপ্ত পরিস্থিতি। তার জেরে ভারতের চাল অত্যন্ত নিম্নমানের এমন অভিযোগ তুলে বিগত কয়েক মাস বন্ধ রাখা হয় চাল আমদানি। অতঃপর ফের তা শুরু হতে চলেছে নব উদ্যমে। এ প্রসঙ্গে ভারতের ‘রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর প্রধান বি ভি কৃষ্ণা রাও সংবাদমাধ্যমকে জানান, ‘ভারতীয় চালের গুণগত মানের দিকে নজর রেখে আগামী বছর আরো বেশি সংখ্যক চাল ভারত থেকে আমদানি করতে চলেছে চিন প্রশাসন।’

আরও পড়ুন:শুভেন্দু-ইস্যুতে মধ্যস্থতাকারীদের ভূমিকা নিয়েই প্রশ্ন, কণাদ দাশগুপ্তর কলম

জানা গিয়েছে, ভারত থেকে আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চিনে চাল রপ্তানি করা হবে ১০০,০০০ টন। ভারত থেকে ১ টন পিছু ৩০০ ডলারে এই চাল কিনছে চিন। তবে শুধু ভারত নয়, থাইল্যান্ড, ভিয়েতনাম, মায়ানমার এবং পাকিস্তান থেকেও সীমিত সংখ্যক চাল আমদানি করে বেজিং।

spot_img

Related articles

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...