Saturday, August 23, 2025

পুরাতন মালদার নারায়ণপুরে একটি পুকুরের ধারে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ওই খবর চাউর হতেই এলাকায় ভিড় জমে পাড়া-প্রতিবেশীরা দেহ শনাক্ত করেন এবং জানা যায়, মৃত ওই যুবকের নাম হোসেন আলি। বয়স ২৬ বছর। মৃত যুবকের বাড়ি মঙ্গলবাড়ী অঞ্চলের নারায়ণপুর ঝিমুলি গ্রামে। তবে এই অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে।

পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, জনৈক উপেন্দ্র যাদবের বাড়িতে চার-পাঁচদিন আগে চুরি হয়। তার পাশেই পুকুরের ধারে হোসেনের মৃত দেহ পড়ে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় এলাকাবাসী ও তার পরিবারের অভিযোগ, চুরির অভিযোগে এবং সন্দেহের বশে তাকে মেরে খুন করে দেওয়া হয়েছে। পরে ওই পুকুরের পাড়ে মৃতদেহ ফেলে রেখে বাড়িতে তালা মেরে পালিয়ে গিয়েছে বলেও তাদের বিরুদ্ধে অভিযোগ।

আরও পড়ুন:বিগ বাস্কেটের ৮০ শতাংশ শেয়ার কিনতে চলেছে টাটা

পুলিশ সূত্রে জানা গেছে, যে বাড়িতে চুরি হয়েছিল ওই বাড়ির মালিকের নাম উপেন যাদব তিনি একজন বিএসএফ জওয়ান, কদিন আগেই ছুটিতে বাড়ি এসেছেন এবং ওই বিএসএফ কর্মীরাই ওই যুবককে বাড়িতে ডেকে মেরে খুন করেছে কারণ ওই বিএসএফ কর্মীর বাড়িতে জিনিসপত্র লন্ডভন্ড দেখা যায় , কয়েকটি চেয়ার ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায় এবং একটি মোটা লাঠি ও মৃত যুবকের জুতো পড়ে ছিল বাড়ির ভিতরে। এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী, প্রায় দু’ঘণ্টা নারায়ণপুর চাকি মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে এবং মৃতদেহ পুলিশকে তুলতে বাধা দেওয়া হয়। পরে অবশ্য মালদা থানার পুলিশের আশ্বাসে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। কিন্তু এলাকাবাসীর দাবি, অতিসত্বর যেন খুনীদেরকে গ্রেপ্তার করে খুনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version