Thursday, November 6, 2025

নাইসেডে শুরু করোনার টিকার ট্রায়াল রান। উদ্বোধনে রাজ্যপাল জগদীপ ধনকড়। ঠিক হয়েছে এই পর্যায়ে হাজার জনের শরীরে কোভ্যাকসিনের ট্রায়াল হবে। সেই হাজার জনের মধ্যে “স্বেচ্ছাসেবক” হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাজ্যপাল। কিন্তু বয়স ও কোমর্বিডিটির কারণে ট্রায়ালে রাজ্যপালের উপর টিকা প্রয়োগ করার ঝুঁকি নিতে নারাজ নাইসেড।

এ প্রসঙ্গে নাইসেড প্রধান শান্তা দত্ত বলেন, “রাজ্যপাল ইচ্ছাপ্রকাশ করেছিলেন স্বেচ্ছাসেবক হওয়ার। কিন্তু ওনার কোমর্বিডিটি আছে, বয়স হয়েছে। ওঁর ব্যাক্তিগত চিকিৎসক যোগাযোগ করছেন আমাদের সঙ্গে। এই ভ্যাকসিনে কোনও ক্ষতি হবে না। কিন্তু তা সত্ত্বেও নিরাপদ ও সতর্ক থাকার জন্য দু-বার করে যাচাই করা হচ্ছে”।

প্রসঙ্গত, অনুষ্ঠান পর্ব মিটে গেলে স্বেচ্ছাসেবকদের আহ্বান জানানো হবে। নথিভুক্ত করা নাম অনুযায়ী নইসেডে স্বেচ্ছাসেবকদের নিয়ে আসা হবে। ইতিমধ্যে ৩৫০টি আবেদন জমা পড়েছে। কিন্তু সকলকেই দেওয়া হবে এমনটা নয়। টিকা প্রয়োগের আগে প্রশ্ন-উত্তর সহ একাধিক পরীক্ষানিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে স্বেচ্ছাসেবকদের। তারপর, রিপোর্ট এলে সেই অনুযায়ী শরীরে প্রয়োগ করা হবে ভ্যাকসিন। ৩ মাসের মধ্যে ১০০০ জনের শরীরে কো-ভ্যাকসিনের ট্রায়াল দেওয়া হবে।

অন্যদিকে এদিন টিকার ট্রায়াল রান অনুষ্ঠানে এসেও বিতর্কিত মন্তব্য করেন রাজ্যপাল ধনকড়। নাইসেডে এসে করোনা মোকাবিলার সরঞ্জাম দুর্নীতি নিয়ে সরব হন তিনি। সেখানে রাজ্যের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তোলেন।

এদিন রাজ্যপাল রাজ্যের বিরুদ্ধে অভিযোগ বলেন, “করোনা চিকিৎসার জন্য রাজ্য যে সামগ্রী কিনছে, সেই স্তরেও দুর্নীতি ঢুকে পড়েছে। আবার সেই দুর্নীতি বন্ধ করতে তদন্ত টিম গঠন করেছে রাজ্য। কিন্তু, কারা সেই তদন্ত টিমের সদস্য? কাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে তার কোনও স্পষ্ট রিপোর্ট নেই।”

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ার দৌলতে দুদশক পর নিখোঁজ ছেলে ঘরে ফিরল

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version