শেষ মুহূর্তে স্থগিত অক্সফোর্ড বিতর্কসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ

প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল অক্সফোর্ড ইউনিয়নের বিতর্কসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। কিন্তু ঠিক কোন কারণে এই বিতর্কসভা স্থগিত করা হয়েছে, তা এখনও নির্দিষ্টভাবে জানানোই হয়নি।

রাজ্যের স্বরাষ্ট্র দফতর বুধবার দুপুর দুটো নাগাদ এক টুইটে জানিয়েছে, ‘আজ বিকেলে অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটিতে বা অক্সফোর্ড ইউনিয়নের বিতর্কসভায় ভাষণ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আচমকাই শেষ মুহূর্তে আয়োজকরা সেই অনুষ্ঠান স্থগিত করেছে এবং নতুন সময়ে সেই অনুষ্ঠান করার আর্জি জানিয়েছে৷” রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঠিক কী কারণে ভাষণের কিছুক্ষণ আগে অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। স্বরাষ্ট্র দফতর বলেছে, ‘কিছুক্ষণ আগে কিছু অপ্রত্যাশিত সমস্যার কারণ উল্লেখ করে আয়োজকদের তরফে ফোন করা হয়৷ বলা হয়, অক্সফোর্ড ইউনিয়নে আজ যে অনুষ্ঠান ছিল, তা বাতিল হয়ে গিয়েছে।’
এদিন দুপুর আড়াইটে নাগাদ ওই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। বিকেল ৫টা নাগাদ নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেওয়ার কথা ছিল মমতার।

Previous article“বিরাট” রেকর্ড! পিছনে ফেলে দিলেন সচিন তেন্ডুলকারকে
Next articleপথ দুর্ঘটনা: রেল কোয়ার্টারে ঢুকে পড়ল ইনোভা গাড়ি, মৃত ২, জখম ৬