Tuesday, November 4, 2025

রাহুল গান্ধীকে ভুল প্রমান করতে গিয়ে নিজেই ফাঁসলেন বিজেপির আইটি সেলের প্রধান

Date:

ঘটনার সূত্রপাত রাহুল গান্ধীর একটি টুইটকে কেন্দ্র করে। সম্প্রতি দিল্লির কৃষক আন্দোলন নিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন কংগ্রেস সাংসদ। রাহুলের পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছিল, একজন পুলিশ, বিক্ষোভরত এক বৃদ্ধ কৃষককে মারধর করছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে গিয়েছিল ছবিটি। সকলেই ঘটনার নিন্দা করতে শুরু করেন।

আরও পড়ুন : কৃষক বিদ্রোহ অব্যাহত, আজ বৈঠকে কি মিলবে সমাধান?

স্বভাবতই বিষয়টিকে মিথ্যা বলে দাবি করে বিজেপির আইটি সেল। আইটি সেলের প্রধান অমিত মালব্য পাল্টা একটি টুইট করেন। তাঁর পোস্ট করা ভিডিওয় ওই একই কৃষককে দেখা যাচ্ছিল। কিন্তু তাঁকে মারধর করার কোনও ছবি সেখানে ছিল না। এই ভিডিওটি পোস্ট করে অমিত দাবি করেন, রাহুলের পোস্ট করা ছবিটি মিথ্যা।

কিন্তু ওই যে কথায় বলে না। মিথ্যা কথা লুকিয়ে রাখা যায়না। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে পড়া রুখতে, বর্তমানে খুবই সতর্ক অ্যাপের টিম। কয়েকদিন আগে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ছাড়েনি তাঁরা। এদিন অমিত মালব্য পোস্টটি করতেই, সেটি খতিয়ে দেখে টুইটারের ফ্যাক্ট চেকিং টিম। দেখা যায়, রাহুল গান্ধী নন, অমিত মালব্যের পোস্টটিই ভুয়ো। তিনি এডিটেড ভিডিও পোস্ট করেছেন, যেটা থেকে ওই মারধরের অংশটি বাদ দেওয়া হয়েছে।

বলাই যায়, মারধরের ছবি প্রকাশ্যে আসতে যত নিন্দা হয়েছে, তার থেকে বেশি মানুষ কটাক্ষ করেছেন এই ভুয়ো পোস্ট করার পর। অনেকেই বলছেন, দেশের শাসকদলের কোনও নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা, চুড়ান্ত লজ্জার একটি বিষয়। অবশ্য বিজেপির আইটি সেলের বিরুদ্ধে এই প্রথম নয়, এর আগেও ভুয়ো তথ্য দিয়ে টুইট করার ভুরি ভুরি অভিযোগ রয়েছে। কিন্তু আইটি সেলের প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম ধরা পড়ল।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version