Tuesday, August 12, 2025

রাহুল গান্ধীকে ভুল প্রমান করতে গিয়ে নিজেই ফাঁসলেন বিজেপির আইটি সেলের প্রধান

Date:

ঘটনার সূত্রপাত রাহুল গান্ধীর একটি টুইটকে কেন্দ্র করে। সম্প্রতি দিল্লির কৃষক আন্দোলন নিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন কংগ্রেস সাংসদ। রাহুলের পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছিল, একজন পুলিশ, বিক্ষোভরত এক বৃদ্ধ কৃষককে মারধর করছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে গিয়েছিল ছবিটি। সকলেই ঘটনার নিন্দা করতে শুরু করেন।

আরও পড়ুন : কৃষক বিদ্রোহ অব্যাহত, আজ বৈঠকে কি মিলবে সমাধান?

স্বভাবতই বিষয়টিকে মিথ্যা বলে দাবি করে বিজেপির আইটি সেল। আইটি সেলের প্রধান অমিত মালব্য পাল্টা একটি টুইট করেন। তাঁর পোস্ট করা ভিডিওয় ওই একই কৃষককে দেখা যাচ্ছিল। কিন্তু তাঁকে মারধর করার কোনও ছবি সেখানে ছিল না। এই ভিডিওটি পোস্ট করে অমিত দাবি করেন, রাহুলের পোস্ট করা ছবিটি মিথ্যা।

কিন্তু ওই যে কথায় বলে না। মিথ্যা কথা লুকিয়ে রাখা যায়না। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে পড়া রুখতে, বর্তমানে খুবই সতর্ক অ্যাপের টিম। কয়েকদিন আগে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ছাড়েনি তাঁরা। এদিন অমিত মালব্য পোস্টটি করতেই, সেটি খতিয়ে দেখে টুইটারের ফ্যাক্ট চেকিং টিম। দেখা যায়, রাহুল গান্ধী নন, অমিত মালব্যের পোস্টটিই ভুয়ো। তিনি এডিটেড ভিডিও পোস্ট করেছেন, যেটা থেকে ওই মারধরের অংশটি বাদ দেওয়া হয়েছে।

বলাই যায়, মারধরের ছবি প্রকাশ্যে আসতে যত নিন্দা হয়েছে, তার থেকে বেশি মানুষ কটাক্ষ করেছেন এই ভুয়ো পোস্ট করার পর। অনেকেই বলছেন, দেশের শাসকদলের কোনও নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা, চুড়ান্ত লজ্জার একটি বিষয়। অবশ্য বিজেপির আইটি সেলের বিরুদ্ধে এই প্রথম নয়, এর আগেও ভুয়ো তথ্য দিয়ে টুইট করার ভুরি ভুরি অভিযোগ রয়েছে। কিন্তু আইটি সেলের প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম ধরা পড়ল।

Related articles

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...
Exit mobile version