শাস্তির মুখে মেসি, জরিমানা করা হল এলএমটেনকে

শাস্তির মুখে পড়লেন লিওনেল মেসি। মারাদোনার মৃত্যুর পর ফুটবল রাজপুত্রকে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন মেসি। আর সেখানেই নাকি নিয়ম ভাঙেন এলএমটেন। সেই কারনে জরিমানাও করা হয় মেসি সহ বার্সেলোনা ক্লাবকে।

লা-লিগার ম‍্যাচে ওসাসুনার বিরুদ্ধে গোল করার পর মারাদোনাকে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন মেসি। গোলের পর বার্সেলোনার জার্সি খুলে, ছোটবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের জার্সি পরে দু হাত তুলে ফুটবল রাজপুত্রকে শ্রদ্ধা জানান মেসি। মারাদোনা তাঁর ক্লাব ফুটবল কেরিয়ারের শেষ দিকে এই ক্লাবেই খেলেছিলেন।

মেসির এই শ্রদ্ধাজ্ঞাপনে মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব।তবে স্প‍্যানিশ ফুটবল সংস্থা এই বিষয়টিকে কোনভাবেই প্রশয় দেননি। কারন স্প‍্যানিশ ফুটবল সংস্থার শৃঙ্খলাবিধির ৯৩ নম্বর ধারায় স্পষ্ট উল্লেখ করা আছে যে, উদ্দেশ্য যাই হোক না কেন, ম‍্যাচের মাঝে জার্সি খোলা অপরাধ। তাছাড়া ম‍্যাচের মধ‍্যে অন‍্য দলের প্রচার করাও অপরাধ। এই অপরাধের জন‍্য ফেডারেশন তরফ থেকে ৬০০ ইউরো জরিমানা করা হয় মেসিকে। ১৮০ ইউরো জরিমানা করা হয় বার্সেলোনাকে।

আরও পড়ুন- আরও তিন নয়া সেতু: মাঝেরহাট ব্রিজ উদ্বোধন করে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Previous articleআরও তিন নয়া সেতু: মাঝেরহাট ব্রিজ উদ্বোধন করে ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next article৭ ঘণ্টা আলোচনাতেও কাটল না জট, ফের শনিবার কৃষক-কেন্দ্র বৈঠক