Wednesday, January 14, 2026

আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের আন্দোলন ঘিরে মধ্যরাতে ধুন্ধুমার সল্টলেক- শিয়ালদহে

Date:

Share post:

মধ্যরাতে বিধাননগরে ধুন্ধুমার কাণ্ড! গতকাল, বুধবার গভীর রাতে আন্দোলনরত আপার প্রাইমারি শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের জোর করে পুলিশ সরিয়ে দেয় বলে অভিযোগ। তাঁদের শান্তিপূর্ণ অবস্থান থেকে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয় বলে অভিযোগ করেছেন চাকরি প্রার্থীরা। তারপর নিয়ে যাওয়া হয় শিয়ালদা স্টেশন চত্বরে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, গভীর রাতে সল্টলেক করুণাময়ীতে স্কুল সার্ভিস কমিশনের দফতর আচার্য সদনের সামনে থেকে তাঁদের জোর করে সরিয়ে দেয় বিধাননগর পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় তাঁদের। এরপর সকলকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে শিয়ালদা স্টেশন চত্বরে ছেড়ে দেওয়া হয়।

প্রতিবাদে তাঁরা রাতেই সেখান থেকে মিছিল করে মৌলালি ক্রসিং পর্যন্ত যান। সেখানে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধও করে রাখেন। এরপর রাত দু’টো নাগাদ শিয়ালদা স্টেশন চত্বরে ফের অবস্থানে বসেন আন্দোলনরত ওই চাকরীপ্রার্থীরা। অভিযোগ, পুলিশ বলপ্রয়োগ করে তাঁদের শান্তিপূর্ণ আন্দোলন তুলে দিয়েছে।

উল্লেখ্য, দ্রুত নিয়োগের দাবিতে গত মঙ্গলবার থেকে এসএসসি অফিসের বাইরে অবস্থান-বিক্ষোভ শুরু করে একটি সংগঠন ”আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ”। এর আগে তারা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন। মিছিলও করেছিলেন। তবে তাঁদের সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন:ভারতের অংশ চিনে! উইকিপিডিয়ায় বিকৃত ম্যাপ নিয়ে প্রতিবাদ কেন্দ্রের

তাঁদের দাবি, শিক্ষামন্ত্রী তাঁদের জানিয়েছেন মামলা চলছে বলে এখন কিছু করা যাচ্ছে না। গতকাল, বুধবার রাতের পর আজ বৃহস্পতিবার সকালেও তারা মিছিল করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ফের বসবেন অবস্থানে।

spot_img

Related articles

কাজে এল না ট্রাম্পের হুঁশিয়ারি, সোলতানিকে আজই ফাঁসি দিচ্ছে খামেনেইয়ের প্রশাসন!

আশঙ্কা সত্যি হল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই রক্তচক্ষু দেখা না কেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যে বিন্দুমাত্র...

তেহরানের বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলে পরিণাম ভালো হবে না, হুঁশিয়ারি ট্রাম্পের

তেহরানের বিক্ষোভকারী যুবকের মৃত্যুদণ্ড যে কোন মুহূর্তে কার্যকরী করতে পারে ইরান (Iran) প্রশাসন। তেমনটা হলে ফল যে ভালো...

জানুয়ারির শেষেই শুরু একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের কাউন্সেলিং!

চলতি মাসে শেষেই শুরু হবে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। মেধাতালিকার ভিত্তিতে এই কাউন্সেলিং পর্বেই শিক্ষকরা বাছতে পারবেন স্কুলও...

জুনিয়র মিস ইন্ডিয়ার মুকুট বাংলার মেয়ের মাথায়!

জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় (Junior Miss India Competition) একাধিক বিভাগে সাফল্য এনে আবারও দেশের দরবারে বাংলার মুখ উজ্জ্বল...