Tuesday, December 16, 2025

শুভেন্দু-ঘনিষ্ঠ নেতার নিরাপত্তা প্রত্যাহার, অভিসন্ধির তত্ত্ব ওড়াল তৃণমূল

Date:

ফের মেদিনীপুরের এক নেতার নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হল। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অমূল্য মাইতির নিরাপত্তারক্ষী প্রত্যাহার করল জেলা পুলিশ। শুভেন্দু অধিকারী গড়বেতা থেকে ফিরে যাওয়ার পরেই তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অমূল্যের নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নেওয়া হয়। তবে, ‘দাদার অনুগামী’দের মতে, “দাদা নিজেই নিরাপত্তারক্ষী ফিরিয়ে দিয়েছেন। জনগণ পাশে থাকলে রক্ষীর প্রয়োজন নেই”।

বৃহস্পতিবার রাতে তাঁর দুই নিরাপত্তারক্ষীকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে অভিযোগ অমূল্য মাইতির। শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই এই নিরাপত্তারক্ষী প্রত্যাহার বলে মনে করছেন তিনি।
অমূল্য মাইতি জানান, বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ জেলা পরিষদ থেকে বাড়ি ফেরার পরে নিরাপত্তারক্ষীদের সবং থানায় গিয়ে রিপোর্ট করতে বলা হয়। সেই মতো তাঁরা থানায় চলে যান। অমূল্যের দাবি, নিরাপত্তারক্ষীরা যাওয়ার সময়ই কী হতে চলেছে সেটা বুঝে গিয়েছিলেন বলে জানান অমূল্য।

অমূল্য বলেন, রাত ১০টার সময় এক নিরাপত্তারক্ষী তাঁকে ফোন করে জানান, যেখানে তাঁরা থাকতেন সেখান থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। এর আগে ২০১৫ সালে বিদ্যুৎ কর্মাধ্যক্ষ থাকাকালীনও অমূল্য মাইতির নিরাপত্তারক্ষী সরানো হয়েছিল বলে সূত্রের খবর।

তৃণমূলের জেলা নেতৃত্ব অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁদের মতে, কখন, কার নিরাপত্তারক্ষী প্রয়োজন তা ঠিক করেন পুলিশ আধিকারিকরা। নিরাপত্তারক্ষী প্রত্যাহারের বিষয়টিও দলের নয়, প্রশাসনের সিদ্ধান্ত। তবে, এ বিষয়ে জেলা পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন- হাওড়ায় শিবির খুলে স্বাস্থ্য সাথী ফর্মই পূরণ করাচ্ছে বিজেপি!

Related articles

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে ইডির যুক্তিই শুনলই না আদালত

ন্যাশনাল হেরাল্ড (National Herald) সংক্রান্ত অর্থপাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দায়ের করা চার্জশিটে কোনও পাত্তাই দিল না দিল্লির...

মেসির অনুষ্ঠানের বিশৃঙ্খলা: নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি ক্রীড়ামন্ত্রীর

যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় রাজ্য সরকারের কড়া পদক্ষেপের পরেই ক্রীড়ামন্ত্রী পদে অরূপ বিশ্বাসের (Arup Biswas) ইস্তফার...

কঠোর পদক্ষেপে আমলাদের বিরুদ্ধেও, শো-কজ ক্রীড়া দফতরের সচিবকে

যুবভারতীতে মেসি কাণ্ডে নজিরবিহীন পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবারই মুখ্যমন্ত্রী গঠিত কমিটি সিট গঠনের পরামর্শ দেয়। সেই কমিটির...

ঝঞ্ঝা কাঁটায় উর্ধ্বমুখী পারদ, সপ্তাহজুড়ে বঙ্গে শীতের লুকোচুরি! 

ডিসেম্বরের প্রথম থেকে যেভাবে জাঁকিয়ে শীত (Winter) পড়ার আভাস মিলেছিল, দ্বিতীয় সপ্তাহ শেষ হতে না হতেই সবটাই বিফলে...
Exit mobile version