প্রথম ধাপে ভাসানচরে পৌঁছালেন ১৬৪২ জন রোহিঙ্গা

খায়রুল আলম, ঢাকা

প্রথম ধাপে নারী, পুরুষ ও শিশুসহ নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছাল এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা। এদের মধ্যে পুরুষ ৩৬৮ জন, নারী ৪৬৪ জন এবং শিশু ৮১০ জন। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় নৌবাহিনীর জাহাজে ভাসানচরে পৌঁছান তারা। এর আগে, কক্সবাজারের উখিয়া থেকে বাসে করে এই রোহিঙ্গারা চট্টগ্রাম বোট ক্লাবের জেটিতে পৌঁছান। সেখান থেকে সকালে নৌবাহিনীর জাহাজে করে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা হন।

নোয়াখালীর জেলা প্রশাসক খোরশেদ আলম খান জানান, ভাসানচরে আসা সব রোহিঙ্গার প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর ওয়ারহাউজে নৌবাহিনীর কর্মকর্তারা ব্রিফিং শেষে তাদের জন্য বরাদ্দকৃত ৭, ৮, ৯ ও ১০ নম্বর ক্লাস্টার বসবাসের জন্য দেবেন। আগামী প্রায় ১ সপ্তাহ নৌবাহিনীর তত্ত্বাবধানে তাদের খাবার সরবরাহ করা হবে।

এ সময় হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন, ২২টি বেসরকারি সংস্থার প্রতিনিধি দলের সদস্য, নৌবাহিনী ও কোস্টগার্ড কর্মকর্তা-সদস্য এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- জিএসটি কারচুপির অভিযোগে রাইস মিলের কর্তার বাড়িতে তল্লাশি

Previous articleজিএসটি কারচুপির অভিযোগে রাইস মিলের কর্তার বাড়িতে তল্লাশি
Next articleদেশে সড়ক দুর্ঘটনায় একদিনে প্রাণ গেল ২১ জনের