জিএসটি কারচুপির অভিযোগে রাইস মিলের কর্তার বাড়িতে তল্লাশি

সম্প্রতি, রাজ্যজুড়ে কয়লা পাচার ও গোরু পাচারকাণ্ড নিয়ে জোর তদন্ত শুরু করেছে সিবিআই। সরকারি আধিকারিক থেকে প্রভাবশালী ব্যাক্তিদের বাড়ি, অফিসে তল্লাশি চালিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। সেই রেশ কাটতে না কাটতেই এবার এক প্রভাবশালী রাইস মিল কর্তা-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে জিএসটি কর কারচুপির অভিযোগ উঠল।

প্রায় তিনদিন ধরে ওই রাইস মিল সংগঠনের কর্তা-সহ একাধিক ব্যক্তির বাড়ি ও দফতরে ম্যারাথন তল্লাশি চালিয়েছে সেন্ট্রাল জিএসটি ইন্টেলিজেন্স গ্রুপ। সেন্ট্রাল ফোর্স নিয়ে এই তল্লাশি অভিযান চলে বলে জানা যাচ্ছে।

মূলত, উত্তর ২৪ পরগনার ও গুগলের জেলার ৭টি জায়গায় এই অভিযান চালিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। সেখান থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও এখনও কাউকে আটক করা হয়নি বলেই খবর। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের মধ্যে এক ব্যক্তি উত্তর ২৪ পরগনার এক প্রভাবশালী রাজনৈতিক ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন- জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল, নর্থইস্টের বিরুদ্ধে ৩ পয়েন্ট লক্ষ‍্য রবি ফাউলারের

Previous articleজয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল, নর্থইস্টের বিরুদ্ধে ৩ পয়েন্ট লক্ষ‍্য রবি ফাউলারের
Next articleপ্রথম ধাপে ভাসানচরে পৌঁছালেন ১৬৪২ জন রোহিঙ্গা