Tuesday, November 4, 2025

আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা মমতার, বার্তা নিয়ে হাজির ডেরেক

Date:

১৪ বছর আগে এই দিন থেকেই শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলনের ২৬ দিনের অনশন। সেই কারণেই ৪ ডিসেম্বর দিল্লি-হরিয়ানা সীমানায় অবস্থান-বিক্ষোভরত কৃষকদের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি টুইটারে তাঁর সিঙ্গুর আন্দোলনের কথা স্মরণ করে আন্দোলনরত কৃষকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এদিকে শুক্রবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হরিয়ানা-দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা নিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান। সিনহু সীমান্তে অবস্থানরত বিভিন্ন কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় ৪ ঘণ্টা সময় কাটান তিনি। তৃণমূল নেত্রীর বার্তা তিনি পৌঁছে দেন তাঁদের কাছে।

আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। হরিয়ানা এবং পাঞ্জাবের ভিন্ন ভিন্ন চারটি দলকে ফোনকল করেন মমতা। তাঁরা তাঁদের দাবির বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। মমতার সহমর্মিতার জন্য কৃষকরা তাঁকে ধন্যবাদ জানান। অতীতে কৃষক এবং জমি আন্দোলনে তৃণমূল নেত্রীর সমস্ত সহায়তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তাঁরা।

আরও পড়ুন:১৪ তারিখ পর্যন্ত বেসরকারি হাসপাতালেই থাকবেন ভারভারা: হাইকোর্ট

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কৃষক বিরোধী বিল বাতিল করতে এই আন্দোলনে তিনি এবং তৃণমূল কৃষকদের পাশে দাঁড়াবেন।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version