রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ নিরপেক্ষ নন৷ রাজ্য সরকারি কর্মীদের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ এনে একুশের বিধানসভা ভোট কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়ে করানোর দাবি তুলেছে বিজেপি।

শুক্রবার এই দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের যান বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত ও বিধায়ক সব্যসাচী দত্ত। বৃহস্পতিবার নবান্নের এক বৈঠকের প্রসঙ্গ তুলে বিজেপি নেতারা দাবি করেন, ওই বৈঠকে কিছু রাজ্য সরকারি কর্মী যে ধরনের কথা বলেছেন তাতে তাঁদের দিয়ে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা কিছুতেই সম্ভব নয়।
স্বপনবাবুর অভিযোগ, “নবান্নে বসেই সরকারি কর্মীরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী করার জন্য তারা সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে। বিজেপির প্রশ্ন, রাজনৈতিক দল হিসাবে তৃণমূল নির্বাচনের প্রস্তুতি নিতেই পারেন। কিন্তু রাজ্য সরকারের কর্মীরা যদি নিরপেক্ষতার সঙ্গে সমঝোতা করেন, সাংবিধানিক দায়িত্ব থেকে সরে যায়, তাহলে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ করা উচিত। পক্ষপাতদুষ্ট এই রাজ্য সরকারি কর্মীদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন করানো সম্ভব নয়।” তিনি বলেছেন, এ কারনেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের দিয়ে নির্বাচন পরিচালনার দাবি জানাচ্ছে বিজেপি৷ বিজেপি বিধায়ক সব্যসাচী দত্ত বলেছেন, “সব রাজ্য সরকারি কর্মচারী পক্ষপাতদুষ্ট নন। কিন্তু যারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী করার জন্য প্রাণের ঝুঁকি নেব, তাদের চিহ্নিত করে নির্বাচন প্রক্রিয়া থেকে বাইরে রাখতে হবে। ওই বৈঠকে কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে কোনও কথাই হয়নি। উলটে কী ভাবে নির্বাচন পরিচালনা করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে নবান্নে তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের সঙ্গে এক বৈঠকে সংগঠনের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়। সরকারি দফতরে কী করে রাজনৈতিক দলের বৈঠক হতে পারে তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। ওই বৈঠকেই রাজ্য সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- মালদহ তৃণমূলের সভাপতি পদে ইস্তফা মৌসম নূরের ! জল্পনা তুঙ্গে

