Thursday, August 28, 2025

বিজেপির মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত সিতাই। লাঠি নিয়ে হামলায় মাথা ফাটল তিনজনের।
উত্তরকন্যা অভিযানের কথা মাথায় রেখে শনিবার দুপুরে বিজেপির মিটিং-মিছিলে হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার সিতাই এলাকা।

বিজেপির দাবি, তাদের অন্তত ৩ কর্মীর মাথা ফেটেছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। বিজেপির তরফে তৃণমূলের স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

তৃণমূল অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, আদি বিজেপি ও নব্য বিজেপির মধ্যে গোলমাল থেকেই অশান্তির সূত্রপাত।

শনিবার, সিতাই বাজারে বিজেপির কর্মসূচি ছিল। সেখানে যোগ দিতে নেতাজিপাড়া থেকে বিজেপির বেশ কিছু সমর্থক রওনা হন। বিজেপির কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের অভিযোগ, ওই সময়ে তাঁদের কর্মীদের উপরে বিনা প্ররোচনায় লাঠি নিয়ে হামলা হয়। সে সময়ে পুলিশ আশেপাশে থাকলেও নিষ্ক্রিয় ছিল বলে তাঁদের অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যান তাঁরা। পরে পুলিশের সঙ্গে দেখা করে দ্রুত দোষীদের গ্রেফতার করার দাবি জানান।

তৃণমূলের কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিজেপি এলাকাকে অশান্ত করতে নানা ধরনের ছক কষেছে। এমনকী, বিজেপির পুরানো নেতা-কর্মীদের সঙ্গে নবাগতদের অনুগামীদের গোলমালের জেরে ঘটনা ঘটছে বলে তাঁদের অভিযোগ।

আরও পড়ুন- রাজীব কাজের ছেলে-সাধনদা সিনিয়র-মাথার উপর মমতা, আর কী বললেন ফিরহাদ?

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version