Saturday, December 6, 2025

স্মরণে শ্যামল: সভামঞ্চ থেকেই কেন্দ্র-রাজ্যকে তোপ সুজন, তন্ময়দের

Date:

Share post:

সিপিআইএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত শ্যামল চক্রবর্তীর স্মরণ সভার আয়োজন করল মানিকতলা দু’নম্বর এরিয়া কমিটি। সেই মঞ্চ থেকেই কেন্দ্র-রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়ে এলাকায় বামেদের ভোটের দামামা বাজিয়ে দিলেন সুজন চক্রবর্তী, তন্ময় ভট্টাচার্যরা।

অনুষ্ঠানে শ্যামল চক্রবর্তীর মতাদর্শ এবং কর্মজীবন আলোচনার পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে কৃষি আইন, দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে সুর চড়ান সিপিআইএম নেতা তথা বিধায়ক তন্ময় ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, কনিকা ঘোষ দাস। স্মরণ অনুষ্ঠানে ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক রূপা বাগচী, শ্যামল-কন্যা অভিনেত্রী ঊষসী চক্রবর্তী।

স্মরণ অনুষ্ঠানে বলতে উঠে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, দেশের বেকারত্ব এমন জায়গায় পৌঁছে গিয়েছে, যে তরুণ প্রজন্ম চাকরি করে সংসারের দায়িত্ব নিতে পারছে না। উল্টে বাবা-মায়ের পেনশনের উপর তাদের নির্ভরশীল হতে হচ্ছে। এক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারকে একসঙ্গে কাঠগড়ায় তোলেন তিনি। শিল্প না হওয়ার জন্য বর্তমান সরকারের দিকে অভিযোগের আঙুল তোলেন সুজন চক্রবর্তী। বলেন, যাঁরা মনে করছেন সিপিআইএম পার্টিটা কিছুদিন পরে উঠে যাবে। সুতরাং বিজেপিকে ভরসা করা উচিৎ, তারা কেন্দ্রের দিকে তাকিয়ে দেখুন। সেখানে কী অবস্থা? বিজেপিশাসিত রাজ্য যে চরম অরাজকতা চলছে, সে দিকে তাকিয়ে বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনা অত্যন্ত অদূরদর্শিতা হবে বলে মত সুজনের। তাঁর মতে, এই অবস্থার পরিবর্তনে বামফ্রন্টই একমাত্র বিকল্প।

তন্ময় ভট্টাচার্য বলেন, কেন্দ্র পুঁজিপতিদের সুবিধা করে দিতে ধীরে ধীরে ছোট সংস্থা এবং সরকারের অধীন সংস্থাগুলিকে রুগ্ন শিল্পে পরিণত করে বন্ধের পথে ঠেলে দিচ্ছে। যাতে একশ্রেণীর শিল্পপতিদের সুবিধা হয়। এই অশান্ত সময় শ্যামল চক্রবর্তী মত মানুষের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তন্ময় ভট্টাচার্য।

যে মানিকতলা হাউসিং এস্টেটের মূল গেটের বাইরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানে দীর্ঘ সময় কাটিয়েছেন শ্যামল চক্রবর্তী। বিধায়ক হিসেবে এসেছিলেন। সেখান থেকেই মন্ত্রী হন। ঊষসী চক্রবর্তীর শৈশব-কৈশোর কেটেছে সেখানে। সেই স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, তাঁদের বাড়িতে সবার অবারিতদ্বার ছিল। মন্ত্রীত্বের গণ্ডির মধ্যে কখনও তাঁর বাবা নিজেকে আটকে রাখেননি। তাঁকেও শিখিয়েছিলেন মানুষের থেকে আলাদা হয়ে বাঁচা যায় না। সেই কারণে কোভিড পরিস্থিতিতে যখন কমিউনিটি কিচেনের কাজ নিয়ে বিভিন্ন জায়গায় ছুটে বেড়িয়েছেন, তখন তাঁকে বাধা দেয়নি তাঁর বাবা। করোনা আক্রান্ত হয়েই মৃত্যু হয় শ্যামল চক্রবর্তীর।

আরও পড়ুন- “তৃণমূলে ছিল-আছে-থাকবে”! মেদিনীপুরে দাঁড়িয়ে শুভেন্দু প্রসঙ্গে ব্রাত্য

শ্যামল চক্রবর্তীকে স্মরণ করতে গিয়ে রূপা বাগচী বলেন, তাঁর হাত ধরে শেখা ছাত্র রাজনীতি। উদ্ভাবনী চিন্তা এবং লেখাপড়ার মাধ্যমে জনকল্যাণের পাঠ পড়িয়ে ছিলেন তাঁদের ‘শ্যামল দা’। এতটা কাছের মানুষ ছিলেন বলেই হয়তো তাঁর স্মরণে অনুষ্ঠানের নাম ‘স্মরণে শ্যামলদা’। অনুষ্ঠানে আরো 10 জন বাম নেতা-নেত্রীকে স্মরণ করা হয়।

spot_img

Related articles

কল্যাণের অপসারণে আন্দোলনের ডাক বাজাজের, ফুটবলপ্রেমীদের দিলেন বার্তা

ভারতীয় ফুটবলের অচলাবস্তা অব্যাহত। আইএসএল থেকে আই লিগ নিয়ে ঘোর অনিশ্চয়তা। ফেডারেশন কিছুই করতে না পারায় সমস্যা সমাধানে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৬ ডিসেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

বিশ্বকাপে মেসি-রোনাল্ডো দ্বৈরথ! গ্রুপ পর্বেই দুই গোল মেশিনের লড়াই

ঢাকে কাঠি পড়ে গেল ফুটবল বিশ্বকাপের।   মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৬ ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup 2026) ড্র। অর্থাৎ, গ্রুপ পর্বে...

রাজনৈতিক মোড়কে মসজিদ প্রতিষ্ঠা! হুমায়ুনের মিথ্যাচারে ধুইয়ে দিলেন কুণাল

বারবার বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বাংলায় মন্দির প্রতিষ্ঠা হলেও তিনি...