Friday, August 22, 2025

কৃষি আইন সংশোধন করতে পারে সরকার, পঞ্চম দফা বৈঠকে সমঝোতার ইঙ্গিত

Date:

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে জোরদার আন্দোলনের পথে নেমেছে দেশের কৃষক সম্প্রদায়। চার দফা কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর শনিবার পঞ্চম দফার বৈঠকে অবশেষে মিলল সমঝোতার ইঙ্গিত। সংবাদ মাধ্যম এনডিটিভি সূত্রের খবর, এক ঘণ্টারও বেশি সময় কৃষকদের সঙ্গে আলোচনার পর কৃষকদের দাবি সম্পূর্ণরূপে না মানলেও সমঝোতার রাস্তায় গিয়ে কৃষি আইন সংশোধনের পথে হাঁটতে পারে সরকার।

সময় মাধ্যম সূত্রের খবর, শনিবার কৃষকদের সঙ্গে পঞ্চম দফায় বৈঠকের পূর্বে প্রধানমন্ত্রীর বাসভবনে এক দফা বৈঠক চলে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সূত্রের দাবি, ‘সেখানেই কৃষকদের সঙ্গে সমঝোতার বিষয়ে দীর্ঘ আলোচনা হয় শীর্ষ নেতৃত্বের। এরপরে সিদ্ধান্ত নেওয়া হয় দাবিমতো আইন প্রত্যাহার করা না হলেও আইন সংশোধন করতে রাজি থাকবে সরকার।’ যদিও সরকারের তরফ এ বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছুই জানানো হয়নি। বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গোটা বিষয়টি স্পষ্ট করতে পারে কেন্দ্র। এদিকে শনিবার বৈঠকের আগে কৃষকদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বৈঠকে যদি কোনওরকম সমাধানসূত্র না বের হয় সে ক্ষেত্রে সংসদ ভবন ঘেরাও করবেন তারা। পাশাপাশি কৃষি সংক্রান্ত তিনটি বিল প্রত্যাহার না করা পর্যন্ত নিজেদের দাবী থেকে একচুলও শর্তে রাজি নন কৃষকরা। সবমিলিয়ে কৃষি আইনকে কেন্দ্র করে মোদি সরকারের চাপ বেড়ে চলেছে ক্রমাগতভাবে।

আরও পড়ুন:কৃষক আন্দোলন নিয়ে কলকাতায় তৃণমূল-আকালি দল বৈঠক, নজর রাজনৈতিক মহলের

প্রসঙ্গত, শুক্রবার সাংবাদিক বৈঠক করে কৃষক সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল কৃষি আইন প্রত্যাহার না হলে আন্দোলন জোরদার করবেন কৃষকরা। শনিবার দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করার পাশাপাশি ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। একইসঙ্গে কৃষকদের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রীয় পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন একাধিক ক্রীড়াবিদ ও শিল্পীরা। সবমিলিয়ে কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন বেশ চাপে ফেলে দিয়েছে মোদি সরকারকে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version