রবিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। প্রথম ম্যাচে দাপুটে জয় ছিনিয়ে নেয় বিরাট বাহিনী। রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া টিম ইন্ডিয়া।

ক্যানাবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারত। একদিনের সিরিজে তেমন প্যারফমেন্স দেখাতে না পারলেও, টি-২০ তে ঘুরে দাড়ায় বিরাট কোহলির দল। প্রথম ম্যাচে মাথায় চোট পাওয়ার কারনে সিরিজ থেকে ছিটকে যান রবীন্দ্র জাদেজা। তাঁর জায়গায় দলে আসেন শার্দুল ঠাকর। দাপুটে প্যারফমেন্স করেন ভারতীয় বোলাররা। কনকাসন পরিবর্ত নেমে দুরন্ত বোলিং করেন যুজবেন্দ্র চ্যাহাল। এখন দেখার দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা ধরে রাখত পারে কিনা বিরাট বাহিনী।
আরও পড়ুন- ফের হার ইস্টবেঙ্গলের, নর্থইস্টের কাছে ০-২ গোলে হারল রবি ফাউলারের দল
