Friday, August 22, 2025

‘ভরসা রাখুন, সব সমস্যা সমাধানের চেষ্টা করব!’ বৈঠক শেষে জানালেন কৃষিমন্ত্রী

Date:

কৃষকদের ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই দাবিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা। দশম দিনের এই আন্দোলনে শনিবার পঞ্চম দফায় সরকারের সঙ্গে আলোচনার পরও কোনও সমাধান সূত্র বের হয়নি। দীর্ঘ বৈঠকের পর এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানালেন, কৃষকদের জানিয়েছি মোদি সরকারের ওপর ভরসা রাখার জন্য। সরকার সব সমস্যার সমাধান করবে। অন্যদিকে, বৈঠক শেষে কৃষক নেতাদের তরফে জানানো হয়, সরকার ৯ ডিসেম্বর ফের আলোচনায় ডাক দিয়েছে ওই দিন কৃষকদের দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

তবে শনিবার বৈঠকের পর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘কৃষকদের মোদি সরকারের ওপর ভরসা রাখা উচিত। সরকার যে সিদ্ধান্তই নিক না কেন, সেটা কৃষকদের ভালোর জন্যই নেওয়া হবে।’ পাশাপাশি তিনি কৃষকদের কাছে অনুরোধ করেন, এই আন্দোলন বন্ধ করার জন্য। যাতে শীতে কৃষকরা কষ্ট না পান। রাস্তা অবরোধের জেরে দিল্লির নাগরিকদেরও অসুবিধা হচ্ছে। পাশাপাশি জানা গিয়েছে, এদিনের বৈঠকে কৃষকদের তরফে পূর্বে তুলে ধরা ৩৯ টি বিষয়ের উপর লিখিত জবাব দাবি করা হয়। সূত্র মারফত এমনটাও জানা যায়, সরকার কৃষি আইনে বেশ কিছু সংশোধনেও রাজি হয়েছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: রাজীব কাজের ছেলে-সাধনদা সিনিয়র-মাথার উপর মমতা, আর কী বললেন ফিরহাদ?

প্রসঙ্গত, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে শুরু থেকেই সরব কৃষকরা। এদিন দিল্লির সীমান্তে অবস্থানরত কৃষকদের হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করতে দেখা যায়। যেখানে লেখা ছিল, ‘হয় হ্যাঁ, নয় না’। স্পষ্ট ভাবে তাদের তরফে জানিয়ে দেওয়া হয়, দাবি একটাই তা হলো কৃষি বিল প্রত্যাহার করতে হবে। শনিবার বৈঠকের আগে কৃষকদের তরফে এমনও হুঁশিয়ারি দেওয়া হয়, আজকের বৈঠকে যদি কৃষকদের দাবি না মানা হয়, এক্ষেত্রে সংসদ ভবন ঘেরাও করা হবে। পাশাপাশি এই আন্দোলনের জেরে দিল্লির একাধিক রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ফলস্বরুপ সরকারের ওপর চাপ বেড়ে চলেছে ক্রমাগতভাবে। এখন আগামী ৯ ডিসেম্বর কৃষকদের দাবির প্রেক্ষিতে সরকার কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে  রয়েছে গোটা দেশ।

Related articles

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...
Exit mobile version